কলকাতা 

“আপনাদের হাতে কলম আছে,কলমের খাপ বন্ধ করলেই টাইটটা হবে” ডিএ এর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মঞ্চে বললেন শুভেন্দু অধিকারী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চ কার্যত রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। আজ ছিল সরকারি কর্মচারীদের আন্দোলনের ১০০ তম দিন এদিন কলকাতার কালীঘাট এলাকায় মহার্ঘ ভাতার দাবিতে মিছিল করে সরকারি কর্মচারীদের একাংশ। আন্দোলনকারী সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এদিন মিছিল হরিশ মুখার্জী রোড হয়ে হাজরা মোড়ে এসে পৌঁছায়। এখানে সভার আয়োজন করা হয়।

সভায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে বক্তব্য রাখতে দেখা যায় একদা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সোনালী গুহ এই মঞ্চে বক্তব্য রাখেন। অন্যদিকে এদিন হাজরা মোড়ের সভায় হাজির হয়ে শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের সরকারকে টাইট দেওয়ার অন্য পন্থার কথা বলেন। তিনি কলম বন্ধ করার কথা বলেন। এই দিনের মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন,“আপনাদের হাতে কলম আছে। কলমের খাপ বন্ধ করলেই টাইটটা হবে।” নিজের মন্তব্যের ব্যাখ্যায় শুভেন্দু জানান, সরকারের সঙ্গে লাগাতার অসহযোগের পথে হাঁটলে সরকার এমনিতেই সমস্ত দাবিদাওয়া মেনে নিতে বাধ্য থাকবে।

Advertisement

শনিবার ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে শুভেন্দু তাঁদের পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলেন, “আপনারা মারপিট করার কোনও কর্মসূচি নেবেন না।” তার পরেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “এরা নিষ্ঠুর, এরা বর্বর, এরা যে কোনও সময় খুন করতে পারে। ট্রিগার হ্যাপি এরা।” ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে পরামর্শ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। স্ত্রী-পুত্র, পরিবার, বাবা আছে। অনশন করে শরীর নষ্ট করা যাবে না।” তার পরেই রাজ্যের তৃণমূল সরকারকে টাইট করার উপায় জানিয়ে দেন শুভেন্দু।

ডিএ-র দাবিতে শহিদ মিনারের নীচে অবস্থান করছেন সরকারি কর্মীদের একাংশ। সেই আন্দোলনের ১০০তম দিন ছিল শনিবার। একজন দায়িত্বশীল বিরোধী দলনেতা সরকারি কর্মচারীদের সরকারি কাজকর্মকে বয়কট করার ডাক দিতে পারেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী দলনেতা একজন প্রতিনিধি সুতরাং এত হালকা মন্তব্য করা তার পক্ষে সমীচীন নয় বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ