কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ঈদ উপলক্ষে এক গুচ্ছ ঈদের কবিতা : লিখেছেন সেখ আব্দুল মান্নান/ আবদুল্লাহ সাদি/ আরেফা গোলদার/ ডাক্তার ওয়ালিউল ইসলাম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Advertisement:

 

 

এসেছে আবার ঈদ!

শেখ আবদুল্লাহ সা’দী

সওগাতে ভরি’ খুশীর খাঞ্চা

Advertisement

               এসেছে আবার ঈদ!

তামাম দুনিয়া সালাম জানায়

       পুকারি’ ‘খোস আমদিদ’!!

সবার মিলনে পূর্ণ আজিকে

                খুশীর এ মহফিল!

পুণ্য মিলনে সবাই সামিল,

               সবাই দরাজদিল!!

কেউ কারও নয় দুশমন আজ,

                    স্বজন-বন্ধু সবে!

সকল মানুষ মিলেমিশে গেছে

               মিলন-মহোৎসবে!!

দ্বন্দ্ব-বিরোধ, রাগ-অভিমান

           হৃদয়ে যা ছিলো জমা,

খুশীর মেজাজে ভালোবেসে সবে

         ক’রেছে তা সব ক্ষমা!!

 

আমীর-গরীব, দোস্ত-দুশমন

মিলিয়েছে আজ হাত!

একসাথে সবে উদার কন্ঠে

গাইছে হামদ ও নাত!!

লাখো সমস্যায় জর্জরিত

সমাজ ও সংসার!

সাম্য-শান্তির উড়িয়ে কেতন

ঈদ আসুক বারবার!!

ঈদ মুবারক! ঈদ মুবারক!

ঈদ মুবারক! ঈদ!

ছড়াক দুনিয়ায় মহব্বতের

আসমানী তাগিদ!!

Advertisement:

ঈদ

আরেফা গোলদার

ঈদ হলো উৎসব সম্প্রীতির বন্ধন

প্রবাসীর ঘরে ফেরা উষ্ণতার

স্পন্দন

মুমিনের মুখে হাসি এক ফালি চাঁদে

আসমানী বার্তায় রমজান বাদে।

প্রতি ঘরে হবে ঈদ বহু আয়োজন

পড়শির খোঁজ রাখা বড় প্রয়োজন

আত্মীয় পরিজন যে আছে যেথায়

ভালো থাক তারা সবে চাইযে দোয়ায়।

শাড়ি চুড়ি জরিদারি পাজামা টুপি

আত্মার শুদ্ধিতে আজ মন সুফি

মিলনের মজলিস আতরের সুবাসে

মাতোয়ারা মন আজ নার্গিসি আভাসে।

ভালো রেখে ভালো থাকা চিরায়ত

বাঁধনে

ঈদ হোক সকলের খুশি আর মিলনে।

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

                       ঈদের শপথ

ওয়ালিউল ইসলাম

অগ্নিস্নানে শুদ্ধ হৃদয়

পবিত্রতায় মাখা

রমাদানের সিয়াম সাধন

জীবন লক্ষ্য আঁকা।

ভেদাভেদের অসুখ কাঁদুক

জরার যন্ত্রণাতে

পুণ্য মাসের দৃপ্ত শপথ

হাত রেখেছি হাতে ।

নতুন ঈদের চাঁদের আলো

খুশির খবর আনে

আতর খুশবু ছড়ায় বাতাস

জাকাত ফিতরা দানে।

সিমুই পায়েস আর সালামে

মধুর সময় কাটে

নতুন পোষাক কোলাকুলি

মিলন মেলার মাঠে।

ভাল থাকার শিক্ষা থাকুক

অটুট জীবন ভর

মলিনতার কলুষ গ্লানি

পালাক তেপান্তর।।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ