কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কুসুমের ফেরা সাহিত্য সংস্থার বর্ষবরণ অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা বাংলার জনরব: কুসুমের ফেরা সাহিত্য সংস্থা এই সময়ে দুই বাংলার এক জনপ্রিয় নাম। যার কর্ণধার বিশিষ্ট কবি সাকিল আহমেদ। বাংলা সাহিত্যের অঙ্গণে কুসুমের ফেরা সংস্থার অবদান অনস্বীকার্য। দুই বাংলার প্রোথিত যশা সাহিত্যিকদের সান্নিধ্যে সংস্থাটি আজ বাংলা কবি সাহিত্যিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর সংঘটিত হয়ে আসা সংস্থাটি তার বিবিধ জনমুখী কার্যাবলীর মতোই গত ২০ এপ্রিল ২০২৩ আলিপুর প্রেস কর্ণারে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপনের পাশাপাশি সশ্রদ্ধায় আয়োজন করেছিল মহতী ইফতার মজলিশের। যাতে অংশ নিয়েছিলেন ভারত বাংলাদেশের প্রায় শতাধিক কবি সাহিত্যিক, শিল্পী। এদিনের ভাবগম্ভীর অনুষ্ঠানের সূচনা হয় সাহিত্যিক শিল্পী পূর্বাশা মন্ডলের উদ্বোধনী সংগীত দিয়ে। এরপর উপরোক্ত বিষয় দ্বয়ের ওপর একটি প্রাঞ্জল আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের রচয়িতা কবি অরুণ কুমার চক্রবর্তীর পৌরহিত্যে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলেজ সিটি শিক্ষা নগরীর কর্ণধার শিক্ষাবিদ ড:আবদুর রব। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখা সহ স্বাগত ভাষণ প্রদান করেন সংস্থার কান্ডারী কবি সাকিল আহমেদ।

Advertisement:

আলোচনা, সংবর্ধনা ছাড়াও একগুচ্ছ সংগীত ও কবিতায় উপভোগ্য হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন শিল্পী ত্রিবেণী পান্না। কবিতা পাঠ করেন বাংলাদেশের বিশিষ্ট কবি মাসুদ আলম বাবু, অধ্যাপিকা জেসমিন বন্যা সহ অনেকে। সংস্থার তরফে বিশেষভাবে সংবর্ধিত করা হয় বাংলাদেশের সিলেটের কবি পুলিশ রায়কে।

Advertisement:

এদিনের মনোগ্রাহী অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় শিল্পী অরূপ চট্টোপাধ্যায়ের সংগীতের মাধ্যমে।কুসুমের ফেরা’ র এদিনের ব্যতিক্রমী অনুষ্ঠান দর্শক শ্রোতাদের তাড়িত করে রাখবে অনেকদিন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ