কলকাতা 

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, আগামীকাল সমগ্র দেশ জুড়ে পালিত হবে ঈদ উৎসব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: আগামীকাল সমগ্র দেশ জুড়ে পালিত হবে ঈদুল ফিতর উৎসব। একমাস সিয়াম সাধনার পর ইসলাম ধর্মালম্বীদের কাছে আসে খুশির ঈদ। আজ নাখোদা মসজিদের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে আগামী আজ ঈদের চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ হবে।

আজ শুক্রবার মাগরিবের নামাজের পর শওয়ালের চাঁদ দেখা গিয়েছে । ফলে আগামীকাল শনিবার বাইশে এপ্রিল ঈদুল ফিতর দেশ জুড়ে পালিত হবে। একইসঙ্গে তিনটে সংগঠনের পক্ষ থেকে চাঁদ দেখার বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

কলকাতা সহ বিভিন্ন এলাকায় ঈদ উপলক্ষে নতুন সাজে সজ্জিত হয়েছে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং পবিত্র ঈদ উপলক্ষে প্রতিটি এলাকায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়ার কথা তিনি জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রবাদী মুসলমান বলতে শুভেন্দু অধিকারী কি বুঝিয়েছেন তা নয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ