কলকাতা 

DA News: মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক ব্যর্থ! আরও বড় আন্দোলনের ডাক যৌথ সংগ্রামী মঞ্চের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  মহার্ঘ ভাতা আদায়ের দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক ব্যর্থ হয়েছে। জানা গেছে রাজ্য সরকারের পক্ষে মুখ্য সচিব স্পষ্ট আন্দোলনকারীতে জানিয়ে দিয়েছেন রাজ্যের আর্থিক অবস্থা যা তাতে করে মহার্ঘ ভাতা আর কোনোভাবেই বাড়ানো সম্ভব নয়।যখন সংস্থান হবে, তখন আন্দোলনকারীদের দাবিমতো ডিএ দেওয়া সম্ভব হবে। তার আগে নয়। আর সরকারের এই ভূূমিকায় ক্ষুব্ধ ডিএ আন্দোলনকারীরা। উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ই যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছিলেন পজেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারকে আলোচনায় বসতে হবে। কিন্তু সরকারি কর্মচারী আন্দোলনের নেতাদের দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব বৈঠকে প্রথম থেকেই নেগেটিভ মানসিকতা নিয়ে বসেছেন। ফলে এই বৈঠক ব্যর্থ হয়েছে।

এই বৈঠক থেকে বেরিয়ে যৌথ মঞ্চের নেতারা আন্দোলনের ধার আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়ে নবান্ন (Nabanna) ছাড়লেন। ধর্মতলার শহিদ মিনারের অবস্থান বিক্ষোভ আরও তীব্র হবে, কলকাতায় (Kolkata) মহামিছিল হবে আগামী ৬ মে, হবে ধর্মঘটও। বৈঠকে ‘ব্যর্থ’ দাবি করে প্রাথমিকভাবে এই কর্মসূচি ঘোষণা করলেন যৌথ সংগ্রামী মঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ।

Advertisement

হাই কোর্টের পরামর্শ মেনে শুক্রবার নবান্নে যৌথ সংগ্রামী মঞ্চের ৫ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব ও স্বরাষ্ট্রসচিব। রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের ২ প্রতিনিধিও বৈঠকে ছিলেন। আন্দোলনকারীরা নিজেদের দাবিদাওয়া পেশ করেন। কিন্তু সরকার নিজের অবস্থানে অনড় থেকে অপারগতার কথাই জানায়। মুখ্যসচিব জানান, সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল। কেন্দ্রের কাছে অনেক অর্থ আটকে, ফলে এই মুহূর্তে ভাঁড়ারে সংকট রয়েছে। তাই দাবিমতো ৩৬ শতাংশ ডিএ দেওয়া সম্ভব নয়।

এই বৈঠককে সম্পূর্ণ ব্যর্থ বলে মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্ন থেকে বেরিয়ে সংগ্রামী মঞ্চের তরফে ভাস্কর ঘোষ-সহ ৩ প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সরকার বারবার কোষাগারে সংকটের কথা বলছে। অথচ সরকারি আধিকারিকরা কেন্দ্রীয় হারে ডিএ পান, তাহলে তাঁরা কেন বঞ্চিত থাকবেন? যৌথ মঞ্চ মনে করছে, কেন্দ্রের বকেয়া না পাওয়ায় ডিএ দেওয়া যাচ্ছে না বলে সরকার বারবার যে যুক্তি খাঁড়া করছে, তা অর্থহীন। ওই টাকার সঙ্গে এঁদের বকেয়া মেটানোর কোনও সম্পর্ক নেই। যদিও অর্থসচিব এদিন আন্দোলনকারীদের প্রশ্নের মুখে স্বীকার করেছেন যে অর্থ কমিশনের তরফে সমস্ত টাকা এসেছে হাতে। তাহলেও কেন বকেয়া ডিএ দেওয়া যাবে না, সে বিষয়ে কোনও সদুত্তর মেলেনি বলে দাবি আন্দোলনকারীদের।

এই ‘নিষ্ফলা’ বৈঠকের আন্দোলনের ঝাঁজ আরও বাড়াবে যৌথ সংগ্রামী মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার পাশাপাশি আগামী ৬ তারিখ কলকাতায় মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।

সরকারি কর্মচারীদের সঙ্গে এই বৈঠক ব্যর্থ হওয়ার ফলে রাজ্য সরকারের অন্যান্য দফতরের প্রভাব পড়েও বলে রাজনৈতিক মহল মনে করছে। এর ফলে মমতার সরকারকে ওয়াকিবহালমহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ