কলকাতা 

জীবনের দুটি মোবাইল ফোনের তথ্য জানার জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিল আদালত! আড়াই দিন ধরে জলে থাকার পর তথ্য উদ্ধার কী সম্ভব?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন উদ্ধার করার পর ফরেনসিক পরীক্ষা জন্য পাঠানোর সবুজ সংকেত দিল সিবিআই আদালত। আজ বৃহস্পতিবার এই মর্মে অনুমতি চেয়ে সিবিআই এর বিশেষ আদালতে আবেদন করে তদন্তকারী সংস্থা। জানা গেছে সিবিআই এর আবেদন মঞ্জুর করেছে আদালত।দু’টি অ্যান্ড্রয়েড ফোনেরই ফরেন্সিক পরীক্ষা করানোর অনুমতি মিলেছে।

Advertisement:

Advertisement

তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সে সময় নিজের দু’টি মোবাইল এঁদো পুকুরে ছুড়ে ফেলেছিলেন তিনি। তার পর টানা আড়াই দিন ধরে পুকুরের সমস্ত জল বার করে দিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়, কোথায় মোবাইল! শেষ পর্যন্ত দু’টি মোবাইলই পুকুরের পাঁক থেকে উদ্ধার হয়েছে। এ বার সেই জোড়া মোবাইলই পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য।

বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে তদন্তকারী সংস্থা আর্জি জানায়, ফোন দু’টির মধ্যে কী তথ্য রয়েছে তা জানার জন্য এর ফরেন্সিক পরীক্ষা করাতে হবে। আদালত সেই অনুমতি দিয়েছে। এর ফলে জীবনের ফোন দু’টি ফরেন্সিক পরীক্ষায় পাঠাতে সিবিআইয়ের আর কোনও বাধা রইল না।

Advertisement:

পাঁকে ডুবে থাকা ফোনের হার্ডঅয়্যারে এর ফলে কোনও সমস্যা হবে না তো? তদন্তকারীরাও এই আশঙ্কাপ্রকাশ করেছিলেন। তথ্য মুছে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই প্রেক্ষিতে সফ্‌টঅয়্যার বিশেষজ্ঞদের একটি অংশের মত, হার্ডঅয়্যার যদি ঠিক থাকে তা হলে তথ্য পেতে অসুবিধা নেই। যদিও সমস্যা হল, চালু অবস্থায় কাদায় মোবাইল পড়লে ফোনের আইসি নষ্ট হয়ে যেতে পারে। ফরেন্সিক পরীক্ষায় কাদায় ডোবা ফোন থেকে কী তথ্য উদ্ধার হয় সেটাই এখন দেখার। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ওই দুটি ফোন থেকে তেমন বিশেষ কোন তথ্য উদ্ধার করা অসম্ভব।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ