কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

জীবনানন্দ সভাঘরে উদযাপিত হলো উত্তর কলকাতা বাংলা ভাষাচর্চা কেন্দ্রের আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা বাংলার জনরব: অন্যান্য বছরের মত এবছরও গত ১৮ এপ্রিল ২০২৩ রবীন্দ্র সদন জীবনানন্দ সভাঘরে সাড়ম্বরে উদযাপিত হলো উত্তর কলকাতা বাংলা ভাষাচর্চা কেন্দ্রের বার্ষিক আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠান। গানে, কবিতায়, আলোচনায়, সম্মাননায় মুখর ছিল এদিনের অনুষ্ঠান। ইদানীং নাট্যগোষ্ঠীর শিল্পীবৃন্দের পরিবেশিত ‘অমর রহে বরকত তোমাকে জানাই সেলাম’ ও ‘ বাংলা জন্মভুমি মা বাংলার নেইকো তূলনা’ বিশিষ্ট সাহিত্যিক নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিক রচিত ও সুরারোপিত দুখানা দেশাত্মবোধক সমবেত সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য ও স্বাগত ভাষণ প্রদান করেন সংস্থার যুগ্ম সম্পাদক তথা ‘চোখ’ পত্রিকার সম্পাদক মানিক দে। এরপর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্বনামধন্য সাহিত্যিক নাট্যপরিচালক আমিনুল হক আমিন, দৈনিক সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, বিশিষ্ট কবি অমর কুমার দাস, বিশিষ্ট সাহিত্যিক ড. আশিস কুমার নন্দী, বাংলা সাহিত্য সম্মিলনীর সম্পাদক গোপাল চক্রবর্তী , বিশিষ্ট সমাজসেবী তাপস চট্টোপাধ্যায় এবং ইদানীং নাট্যগোষ্ঠীর সভাপতি বিশিষ্ট ঔপন্যাসিক সবিতা বেগমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মাতৃভাষা বিষয়ক এক তাৎপর্যপূর্ণ ভাবগম্ভীর আলোচনা সভা।

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য এদিন অনুষ্ঠানে ভাষা-স্মারক সম্মাননায় সম্মানিত করায় সুলেখক সুতপা মুখার্জী, তনিমা মুখার্জী এবং নিতাই সরকারকে। এছাড়া সংস্থার তরফে বিশেষভাবে সম্মানিত করা হয় অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি ও নাট্যব্যক্তিত্ব বাংলাদেশ ঢাকার আমিনুল হক আমীনকে। সংস্থার পক্ষে তাঁকে সংবর্ধিত করেন সহ সম্পাদক সেখ আব্দুল মান্নান।

Advertisement

এছাড়া অনুষ্ঠানে পরিবেশিত একগুচ্ছ, একক সংগীত ও স্বরচিত কবিতা মুগ্ধ করে দেয় উপস্থিত দর্শক শ্রোতাদের। সংগীত পরিবেশন করেন শিল্পী ড. মনীষা চক্রবর্তী,প্রশান্ত কুমার দাস, ধ্রুব দাস, অভিজিৎ বটব্যাল ও চন্দ্রানী কর্মকার। কবিতা পাঠ করে শোনান কবি গৌতম মন্ডল,মহুল মৈত্র, শান্তিদেব ভট্টাচার্য, মলয় কুমার মাঝি, ড. মনোরমা পোল্ল্যে, সাহিন আখতার, আফসানা সেতু (বাংলাদেশ), অপর্না হালদার, মধুমিতা ধূত, সাকিল আহমেদ, কোহিনূর কুমার, সমর শঙ্কর চক্রবর্তী, বিশ্বনাথ অধিকারী, অশোকানন্দ, আরতী দে, কামাক্ষা রঞ্জন দাস, মহ: আল্লারাখা, বেবি দাস, তনিমা মুখার্জী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন উত্তর কলকাতা বাংলা ভাষাচর্চা কেন্দ্রের সভাপতি জয়ন্ত রসিক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ