দেশ 

কলেজ ছাত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করল দুষ্কৃতীরা, যোগী রাজ্যে নারী নির্যাতনের সিলসিলা অব্যাহত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : যোগী আদিত্যনাথ আতিক আহমেদের মত রাজনীতিবিদদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেও কিন্তু আক্ষরিক অর্থে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এক তরুণী কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন পথে দুই ব্যক্তি প্রকাশ্য দিবালোকে থানা থেকে ২০০ মিটার দূরে গুলি করে খুন করে ওই যুবতীকে।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালৌনে।

Advertisement:

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম রোশনী আহিরওয়ার (২০)। রাম লক্ষ্মণ পটেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। সোমবার পরীক্ষা ছিল রোশনীর। পরীক্ষা শেষে কোতওয়ালি থানার এলাকার এন্ধা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। মাঝপথেই দুই যুবক একটি বাইকে চেপে এসে তরুণীর পথ আটকে দাঁড়ায়। তার পর বাইক থেকে নেমে তরুণীর মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর কয়েকটি গুলি চালান তাঁরা। গুলির আওয়াজে স্থানীয়রা ছুটে এলে বন্দুক ফেলে বাইক নিয়ে চম্পট দেন দুই যুবক।

ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে ছিল থানা। প্রশ্ন উঠতে শুরু করেছে থানার সামনে প্রকাশ্যে এ ভাবে খুন করে দেওয়া হল এক তরুণীকে, আর পুলিশ কোনও পদক্ষেপ করল না? যদিও স্থানীয়রাই পুলিশকে খবর দেন। পুলিশ সূত্রে খবর, গুলি চালানোর পর অভিযুক্তরা প্রমাণ লোপাটের জন্য বাইকের নম্বরপ্লেট খুলে ফেলেছিলেন। পোশাক খুলে নদীতেও ফেলে দেন। যদিও তাতে শেষরক্ষা হয়নি। তরুণীর পরিবার এই ঘটনার জন্য রাজ আহিরওয়াড় নামে এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে খুঁজে বার করে। তার পর গ্রেফতার করা হয় তাঁকে। তবে তাঁর সঙ্গী পলাতক।

Advertisement:

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। তাতেই আহত হন অভিযুক্ত। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এনকাউন্টার রাজ্য হিসেবে কথিত উত্তর প্রদেশ। যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশ কে গুন্ডা রাজ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারপরেও প্রকাশ্য দিবালোকে থানার সামনে গুলি করে খুন করা হচ্ছে কলেজ ছাত্রীকে বিজেপি শাসিত রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতটা নিম্নমানের কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ