দেশ 

ধর্ষক জামিন পেয়ে নির্যাতিতার পরিবারের উপর হামলা আগুনে ঝলসে গেল নির্যাতিতার সন্তান ও বোন, উত্তরপ্রদেশের উন্নাওয়ের ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তর প্রদেশ আছে উত্তরপ্রদেশেই আইন-শৃঙ্খলার পরিস্থিতি শুধু খারাপ নয়, প্রচন্ড রকমের খারাপ। সাধারণ মানুষ প্রশাসন তো বটে এমনকি উচ্চবর্ণের মানুষের কাছ থেকে সামান্য সহানুভূতি পায় না। ইতিমধ্যে উত্তরপ্রদেশের উন্নাও সংবাদমাধ্যমের শিরোনামে বারবার এসেছে এসেছে গত বছর এসেছিল এক এগারো বছরের দলিত বালিকাকে ধর্ষণ করেছিল দুই যুবক।

Advertisement:

Advertisement

তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয় এবং তাদের জেল হয় জেল থেকে জামিনের ছাড়া পাওয়ার পর ওই অভিযুক্তরা বাড়ি ফিরে ই নির্যাতিতার পরিবারের উপর হামলা চালায় তাদের বাড়ি পুড়িয়ে দেয় আর এই আগুনে ঝলসে গেছে নির্যাতিতার সন্তান এবং নির্যাতিত তার দু মাসের বোন।দু’টি শিশুকেই কানপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ২০২২-এর ১৩ ফেব্রুয়ারি এক দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। গত বছ সেপ্টেম্বরে একটি পুত্র সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা।

এ দিকে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে যে দুই যুবক জেলে ছিলেন, তাঁরা নিয়মিত ভাবে মামলা প্রত্যাহারের জন্য দলিত নাবালিকার পরিবারকে হুমকি দিতেন বলে অভিযোগ। সম্প্রতি তাঁরা জামিনে মুক্তি পান। আর মুক্তি পেয়েই ছোটেন দলিত নাবালিকার বাড়িতে। অভিযোগ, সেখানে গিয়ে নাবালিকা এবং তাঁর মাকে বেধড়ক মারধর করা হয়। তার পর তাঁদের থাকার ঝুপড়িতে আগুন লাগিয়ে দেন। আগুনের আঁচে ঝলসে যায় নাবালিকার ছ’মাস বয়সি পুত্র এবং দু’মাস বয়সি ছোট বোন।

Advertisement:

চিকিৎসকেরা জানাচ্ছেন, ছ’মাস বয়সি পুত্রসন্তানের শরীরের ৩৫ শতাংশ এবং নাবালিকার দু’মাসের ছোট বোনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই কানপুরের হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।

সম্প্রতি প্রাক্তন সাংসদ ও পাঁচবারের বিধায়ক আতিক আহমেদকে গুলি করে খুন করার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি গুন্ডারাজ খতম করবেন। উত্তরপ্রদেশে আদৌ গুন্ডারাজ খতম হয়েছে কি হয়নি তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু যোগীর রাজত্বে যে ধর্ষণ  সংখ্যা অনেকটাই বেড়ে গেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ