কলকাতা 

তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চলেছে সিবিআই, কোটি কোটি টাকার সম্পত্তির হদিস! কোথা থেকে এলো এত টাকা? খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের তৃণমূল বিধায় ক জীবন কৃষ্ণ সাহা তাঁর আটটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করেছে এবং কয়েক বছরের মধ্যে তিনি আর্থিক দিক দিয়ে ফুলে ফেঁপে উঠেছেন বলে সিবিআই সূত্রে খবর। আর এই সূত্রে ই এবার জীবন সাহার আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা এমনটাই গিয়েছে। সিবিআই সূত্রে খবর, বড়ঞার ধৃত তৃণমূল বিধায়কের বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে বহু টাকার লেনদেনের হিসাব পাওয়া গিয়েছে। খোঁজ পাওয়া গিয়েছিল তাঁর কোটি কোটি টাকার সম্পত্তিরও। আর তারই জেরে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ় করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

Advertisement:

Advertisement

জীবনকৃষ্ণের পাশাপাশি, তাঁর স্ত্রী টগর সাহার নামেও একাধিক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সেই অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের পাশাপাশি, অন্য জেলায় তৃণমূল বিধায়কের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement:

বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, সাঁইথিয়ায় একাধিক সম্পত্তি রয়েছে জীবনকৃষ্ণের। সেই জমির আনুমানিক বাজারমূল্য নাকি প্রায় চার-পাঁচ কোটি টাকা। শুধু সাঁইথিয়াতেই নয়, বোলপুরের অন্যান্য জায়গাতেও তৃণমূল বিধায়কের আনুমানিক প্রায় ৬ কোটি টাকা বাজারমূল্যের জমি রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সরকারি নথি অনুযায়ী, জীবনের নামে এই সমস্ত জমি রেকর্ড হয়েছে ২০১৩-২০২২ সালের মধ্যে। জীবনকৃষ্ণের স্ত্রী টগরের নামেও আন্দি বাজার এলাকায় জমি এবং বাড়ি আছে। যার বর্তমান মূল্য প্রায় দু’কোটি টাকা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ