জেলা 

“দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলবেই,মমতাদিদি-ভাইপো যা পারেন করে নিন” : অমিত শাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বীরভূম সফর ঘিরে বিজেপি নেতাদের উৎসাহ উদ্দীপনা লক্ষণীয় ছিল। আজ শুক্রবার বার বেলায় অমিত শাহ সিউড়িতে সভা করেন। এদিনের সভা মঞ্চ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাসক তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। সাম্প্রতিক কালে চাকরি দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা বেকায়দায় পড়েছে এটা ভালো করেই জানেন বিজেপির এই চাণক্য। তাই তিনি স্পষ্ট করে বললেন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলবে কোনভাবেই তা বন্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই হুংকার দিক না কেন তদন্ত সঠিক পথেই চলবে বলে সরাসরি মন্ত্রী এদিন মন্তব্য করেন।

অমিত শাহ এদিন বলেন,”বাংলার যুবকদের টাকায় কেউ কেউ বাংলো বানাচ্ছেন। মনে রাখবেন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলবেই। মমতাদিদি-ভাইপো যা পারেন করে নিন।”

Advertisement

Advertisement:

চাকরি দুর্নীতি নিয়ে প্রায় একবছর ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ বহু। তাঁদের জেরা করেই একের পর চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। বিভিন্নভাবে নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। পঞ্চায়েত ভোটের আগে সেটাকেই হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। শুক্রবার সিউড়ির সভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়েই শাসকদলকে তুলোধোনা করলেন অমিত শাহ। বলেন, “বাংলার যুবকদের সঙ্গে চাকরি নিয়ে অন্যায় করছেন। যুব সমাজের টাকায় অন্যায়ভাবে বাংলো তৈরি করছেন।” একাধিকবার তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ইডি-সিবিআইকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। অমিত শাহের প্রশ্ন, “যাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তাঁদের গ্রেপ্তার করা হবে না কেন?” শাহ বলেন, “দুর্নীতি করছেন, মোদিজি ধরলেই বলছেন অত্যাচার করা হচ্ছে।”

এরপরই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলবে বলেই হুঙ্কার ছাড়লেন অমিত শাহ। তিনি বলেন, “চাকরির নামে বাংলার যুবকদের সঙ্গে অন্যায় মেনে নেওয়া হবে না। আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আর ভাইপো যা পারেন করুন। অন্যায়ের বিরুদ্ধে তদন্ত চলবে।” গরুপাচার মামলায় জড়িত সন্দেহে ধত অনুব্রত মণ্ডল কেন এখনও জেলা সভাপতি পদে রয়েছেন, তা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে বলেন, “এত বছরে মুখ্যমন্ত্রী হিসেবে কী করেছেন বাংলার মানুষের জন্য?” এরপরই তুলে ধরলেন মোদিজির জনমুখী প্রকল্পের কথা।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ