কলকাতা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঝিল থেকে উদ্ধার যুবকের দেহ এলাকায় চাঞ্চল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বুধবার বিকেলেই হোলির দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভেতর অবস্থিত একটি ঝিল থেকে উদ্ধার হলো বছর ২৫ এর বয়সী এক যুবকের লাশ। এর ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের তরফ থেকে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এক যুবকের তলিয়ে যাওয়ার খবর আমরা পাই বিকেল তিনটে ৫০ মিনিট নাগাদ৷ যাদবপুর থানার পুলিশকর্মীরা সেই সময়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। পৌঁছে যায় বিপর্যয় মোকাবিল দলও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রাক্তন ছাত্র মহম্মদ আসিফ মণ্ডলের দেহ তারপর জলাশয় থেকে উদ্ধার করা হয়৷ আসিফ পর্নশ্রী, কলকাতার সরকারি হাউজিং এস্টেটের বাসিন্দা।

উদ্ধার করার পর তাঁকে সঙ্গে সঙ্গে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে নিয়ে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে একাধিক ঝিল রয়েছে।কয়েকটি ছোট, কয়েকটি বড়ো৷ সাধারণত এগুলিতে পড়ুয়াদের নামা মানা৷ বিশ্ববিদ্যালয়ের নিষেধ অগ্রাহ্য করে দোলের ছুটিতে আসা ছাত্র এই পুকুরে বা ঝিলে নেমেছিল কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন স্থানীয়রা।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ