বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : শবেবরাত / শংকর কুমার ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

— শবেবরাত —

শংকর কুমার ঘোষ

——————————————————

আজ মানুষে মানুষে নেই ভেদাভেদ

Advertisement

দূয়ার জানালা খোলো,

একটা সুরেই গেয়ে ওঠ গান

জাতের তকমা ভোলো।

হিন্দু-মুসলিম পাশাপাশি এসে

একসাথে ধর হাত,

পূর্ণিমা চাঁদ স্বাক্ষী রেখে

বল— আজ শবেবরাত ।

দুই ধর্মই এক করে চল

গাই মিলনের গান ,

ভিন্ন নয়কো তোমার আমার

আল্লা ও ভগবান ।

তাঁরা যদি হয় শাশ্বত একম্

তবে আমরা কেন

হব দ্বিতীয়ম্ ?

তাই বিধির বিধান মেনে চলি

চল তুমি ও আমি আজ,

একসাথে পূজা অর্চনা করি

একসাথে চল পড়ি নামাজ।

—————————————————

মঙ্গলবার । ০৭—০৩—২০২৩

—————————————————


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ