জেলা 

নিউটাউন বিধানসভা এলাকায় একগুচ্ছ সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধনে ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, নিউটাউন : সম্প্রীতির বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার উঃ চব্বিশ পরগনা জেলার রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকায় একগুচ্ছ কর্মসূচি রূপায়িত হল।

স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় নারায়ণপুর লাগোয়া এলাকায় হাই মাস্ট জাতীয় পতাকা স্তম্ভ,নৈশকালীন বৈদ্যুতিক বাতিস্তম্ভ,পাখিরালয়, অসহায় শিশুদের স্কুল বাস,সহ একাধিক জনহিতকর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র হিডকোর চেয়ারম্যান কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।

Advertisement

তিনি বলেন নারায়ণপুর সহ রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকায় যেভাবে বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের কর্মসূচি যত বেশি সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সমাজ ততই উপকৃত হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি বিরোধীদের গঠনমূলক ভাবনাচিন্তা নিয়ে রাজনীতিতে আসা উচিত বলে মনে করেন। বিরোধীরা যত চক্রান্ত করবে তৃণমূল কংগ্রেস তত বেশি সমৃদ্ধ হবে বলে তিনি জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ, দমকল মন্ত্রী শ্রী সুজিত বোস,কমিশনার অফ পুলিশ বিধাননগর গৌরব শর্মা,এসিপি বিধাননগর সম্প্রীতি চক্রবর্তী, বিধায়ক শ্রী মদন মিত্র, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বিধায়ক সৌমিক হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর, কর্মাধ্যক্ষ আফতাব উদ্দিন,বোরো চেয়ারম্যান সাহনাওয়াজ আলী মন্ডল,মেয়র পারিসদ সদস্য রহিমা বিবি, আরিত্রিকা ভট্টাচার্য, কাউন্সিলর পিনাকী নন্দী, নন্দিনী ব্যানার্জী সহ এলাকার বিশিষ্ট সমাজকর্মী,ইমাম, পুরোহিত প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ