কলকাতা 

Calcutta High Court : ২০১৪ টেট উত্তীর্ণদের ২০২০ তে নিয়োগ কিভাবে ? জানতে সিবিআই ও ইডিকে তদন্তের দায়িত্ব দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের প্রাথমিকে যে নিয়োগ হয়েছিল তা নিয়ে এবার সিবিআই তদন্তে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলা হয়েছে এই নিয়োগ নিয়ম মেনে যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে সিবিআই এবং ইডি।

বৃহস্পতিবার আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক (অস্থায়ী) কমিটির সদস্যদের নিজেদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা। তবে ওই কমিটির সদস্য, ৮০ বছরের এক বৃদ্ধাকে নিজেদের হেফাজতে নিতে পারবে না সিবিআই কিংবা ইডি।

আদালত এ-ও জানিয়েছে যে, এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে কেন পর্ষদ একাধিক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছিল, তা তদন্ত করে দেখবেন ইডি এবং সিবিআইয়ের আধিকারিকরা। ২০১৪ সালে টেটের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল এই সংস্থাকে। যাবতীয় তদন্ত শেষ করে ২০ এপ্রিলের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই এবং ইডিকে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানির ধার্য আছে আদালতের নির্দেশে সিবিআই এবং ইডি এ নিয়ে তদন্ত করলেও ইডির তদন্তে নজরদারি চালাবে না উচ্চ আদালত।

এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেন। পুলিশ ভাল কাজ করলেও তাদের কাজে সরকারের প্রভাব রয়েছে বলে মতপ্রকাশ করেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২০২০ সালের নিয়োগপ্রক্রিয়ার তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই তালিকায় একাধিক অসঙ্গতি আছে, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন একাধিক চাকরিপ্রার্থী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ