কলকাতা 

ব্যাঙ্কশাল আদালতে জামিনের আবেদনই করলেন না নওশাদ সিদ্দিকী ! আগামী কাল হাইকোর্টে জামিন মামলার শুনানি, জামিন কী পাবেন আইএসএফ বিধায়ক ও তাঁর কর্মীরা?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: গত একুশে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে গ্রেফতার হয়েছিলেন দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। সময়ের বিচারে ৩৯ দিন জেলবন্দী রয়েছে এই বিধায়ক। আজ মঙ্গলবার নওশাদ সিদ্দিকীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে সেখানে বিধায়কের আইনজীবীরা জামিনের আবেদন করেননি, তাই তাকে আরও ১৪ দিন জেল হেফাজত দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৩ ই মার্চ পর্যন্ত বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ কর্মীদের জেলবন্দী থাকতে হবে।

তবে আগামীকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। গত সপ্তাহে এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী পুলিশকে প্রশ্ন করেছিলেন ধর্মতলা অবরোধ করার জন্য ৮৮ জন গ্রেফতার ! এ নিয়ে কলকাতা পুলিশের ব্যাখা চেয়েছিলেন বিচারপতি। সেই ব্যাখ্যা নিয়েই আগামীকাল বুধবার নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ কর্মীদের জামিনের শুনানি হবে হাইকোর্টে।

Advertisement

মঙ্গলবার ফের ব্যাঙ্কশাল আদালতের বাইরে দাঁড়িয়ে  বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, “স্পিকার আমাকে নিয়ে কিছু বলেননি। বহু মানুষ আমার পাশে আছেন।” উল্লেখ্য সম্প্রতি রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। প্রথমে তিনি দাবি করেন, নওশাদকে এভাবে জেলবন্দি করে রাখা অনুচিত। আবার অবস্থান বদল করে বিমান বন্দ্যোপাধ্যায়ই দাবি করেন, “অত্যন্ত নিন্দনীয় অপরাধ করেছেন নওশাদ।” সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন আদালত চত্বরে মুখ খোলেন আইএসএফ বিধায়ক।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে স্রেফ রাজনৈতিক উদ্দেশে জেলবন্দি করে রাখা হয়েছে বলে আরও একবার সুর চড়ান নওশাদ। এরপর আদালত কক্ষে ঢোকেন আইএসএফ বিধায়ক। বেশ কিছুক্ষণ চলে সওয়াল জবাব। যদিও এদিন নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানার মামলায় জামিনের আবেদনই করেননি বিধায়ক। আগামী ১৩ মার্চ পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ