জেলা 

মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, বারাসাত: শিক্ষার্থীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা এখনো পর্যন্ত নির্বিঘ্নে চলছে বলা যেতে পারে। একদিকে মধ্যশিক্ষা পর্ষদের অধীন মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনস্ত হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দীন সহ বোর্ডের কর্তাব্যক্তিরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা করছেন। মাদ্রাসা বোর্ডের তৃতীয় দিনের হাই মাদ্রাসার পরীক্ষা ভৌত বিজ্ঞান , আলীমের ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান, এবং ফাজিলের ইসলামিক ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে কোন প্রকার কোন অভিযোগ সামনে আসেনি বলে জানান মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

উল্লেখ্য মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত এলাকার আমিনপুর হযরত খাজা মইনুদ্দিন চিশতী সিনিয়র মাদ্রাসা (ফাজিল), খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা(ফাজিল), উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসা(উ: মা:), মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাই মাদ্রাসা(উ: মা:) পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সদস্য একেএম ফারহাদ জানান যেভাবে রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় , মাননীয় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানীর নেতৃত্বে যেভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।

Advertisement

মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি, সচিব, উপসচিব সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে সৌহার্দ্য বিনিময়, সৌজন্য সাক্ষাৎ,তাদের বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিএলএসি টিমের সদস্যদের মধ্যে ছিলেন কুতুব আক্তার, আখতারুজ্জামান, নুরুল হক, সওকাত হোসেন পিয়াদা, প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ