কলকাতা 

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলায় ফের শীত পড়ার সম্ভাবনা!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের শীত পড়ার সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দফতর।দু’দিনে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় সকাল ও সন্ধেয় শীত থাকবে বঙ্গে। সোমবার তিন ডিগ্রি নামতে পারে পারদ। মঙ্গল ও বুধবার তাপমাত্রা সামান্য বাড়লেও বৃহস্পতিবার থেকে উত্তুরে হাওয়া বইবে হু হু করে। যার জেরে এ শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। জেলার ক্ষেত্রে বৃহস্পতিবার ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। অর্থাৎ জমিয়ে শীতের আরও একটা স্পেল আসতে চলেছে ফেব্রুয়ারির গোড়াতেই। আগামী বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যেই ফের গায়ে চাপাতে হবে মোটা শোয়েটার, চাদর।

Advertisement

দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে খুব সকাল থেকে বা ভোররাতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী পাঁচদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ