জেলা 

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার কুন্তল ঘোষের বিরুদ্ধে তৃণমূল পদক্ষেপ করতে চলেছে?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার কুন্তল ঘোষের বিরুদ্ধে এবার তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিতে চলেছেন বলে সংকেত দিলেন যুব নেত্রী সায়নী ঘোষ। যদিও যুবনেত্রী সায়নী ঘোষ স্পষ্ট করে কিছু বলেননি। তবে তিনি যে একটা বার্তা দিয়েছেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

আজ রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন সায়নী ঘোষ। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সায়নী ঘোষ বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাই তড়িঘড়ি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তদন্ত চলছে। প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসাবে চিহ্নিত করা যায় না। অপরাধ করলে নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। আমি যুব সভানেত্রী হিসাবে বলতে পারি কুন্তল ঘোষকে নিরাপত্তা দেওয়ার মতো কোনও অভিসন্ধি আমাদের নেই।”

Advertisement

সায়নী ঘোষের এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে তবে কী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের ডানা ছাঁটতে চলেছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায়ের মতো তাঁর বিরুদ্ধেও তৃণমূল ঘাসশিবির কোনও ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার।

উল্লেখ্য, চিনার পার্কে কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশির পর গত ২১ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে ইডি হেফাজতে রেখেই জেরা করা হচ্ছে তাকে। প্রথম দিকে ইডি আধিকারিকদের তদন্তে অসহযোগিতা করছিলেন কুন্তল ঘোষ। তবে টানা জেরায় ভেঙে পড়েন তিনি। তদন্তকারীদের প্রশ্নের জবাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে বসেন। তাঁর দাবি, সেক্রেটারি মারফৎ পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছেন। কুন্তলের দাবি আদৌ সত্যি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ