ভগবানগোলার কুঠিরামপুর তরুণ সংঘের পরিচালনায় আটদলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল
বিশেষ প্রতিনিধি: ২ নং কুঠিরামপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এবং কুঠিরামপুর তরুণ সংঘের পরিচালনায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আজ ২৬শে জানুয়ারী বৃহস্পতিবার,কুঠীরামপুর RCH মাঠে।এই টুর্নামেন্টটি জাতীয় পতাকা উত্তোলন করে ,খেলা উদ্বোধন করেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।
প্রথম সেমিফাইনাল খেলাটি কুঠীরামপুর নিউ আথ্যালেটিক ক্লাব বনাম কালীতলা পাড়া ফাইভ স্টার ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি হয় কুচগেরিয়া নবভারত স্পোটিং ক্লাব বনাম বামুনিয়া জুনিয়ার ক্লাব এর মধ্যে। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় কুচগেরিয়া নবভারত স্পোটিং ক্লাব বনাম কুঠীরামপুর নিউ আথ্যালেটিক ক্লাব এর মধ্যে। ফাইনাল খেলার শুরুতে স্হানীয় বিধায়ক ইদ্রিস আলী খেলোয়াড়দের সঙ্গে পরিচিতির মাধ্যমে এবং গোলে বল মেরে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন। ফাইনাল খেলাটি কুচবেরিয়া নবভারত স্পোটিং ক্লাব, পাঁচ/শূন্য গোলের ব্যবধানে কুঠীরামপুর নিউ আথ্যালেটিক ক্লাবকে পরাজিত করে।জয়ী টিমকে চারহাজার টাকা ও ট্রফি দেওয়া হয় এবং পরাজয় টিমকে তিন হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, বাংলার গ্রামে প্রচুর দক্ষতাসম্পন্ন ও প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা ঠিকমতো প্রশিক্ষণ পেলে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে এটা বলার কোন অবকাশ রাখে না। তিনি আরও বলেন, খেলা হবে খেলা হবে, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং প্রধান সেনাপতি সাংসদ অভিষেক ব্যানাজীর নেতৃত্বে আমরাই খেলায় জিতবো। বিজেপি সহ বিরোধীরা বাধা দিলে তাদের পা ভেঙে দেব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ, ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান, সোহরাব আলী,রাফিনা ইয়াসমিন, সাবিরুল ইসলাম,সেখ মোস্তফা,বরনালী দাস,প্রমুখ।