জেলা 

Front Page Academy : ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে সাড়ম্বরে পালিত হলো ৭৪তম সাধারণতন্ত্র দিবস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: দেশের ৭৪তম সাধারণতন্ত্র দিবস আড়ম্বর পূর্ণভাবে পালন করলো উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন ফ্রন্টপেজ অ্যাকাডেমি। দিনের শুরুতেই নব প্রতিষ্ঠিত ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রন্টপেজ এডুকেশনাল গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান।

গার্লস অ্যাকাডেমির ছাত্রীরা প্যারেড প্রদর্শনী চিত্রনাট্য আবৃতি ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। গার্লস অ্যাকাডেমির সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সাহেব।

Advertisement

ইংরেজি মাধ্যম বিদ্যালয় ফ্রন্টপেজ পাবলিক স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যাপক ডক্টর আবুল কালাম। অধ্যাপক আবুল কালাম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন বড় স্বপ্ন দেখতে হবে।

জীবনের লক্ষ্যকে কখনোই সংকীর্ণ গন্ডির মধ্যে বাঁধতে নেই। এপিজে আবদুল কালাম এটিকে অপরাধ হিসেবে গণ্য করেছেন।

এদিন ফ্রন্টপেজ অ্যাকাডেমির বাংলা বিভাগের ছাত্ররা এক বর্ণময় অনুষ্ঠান আয়োজন করে। মাঠে সাড়িবদ্ধ ভাবে দাঁড়িয়ে ভারতীয় ম্যাপ তৈরি করা,

নাটকের মধ্য দিয়ে সীমান্তে প্রহারারত ভারতীয় সৈনিকদের দেশ ভক্তি ও যন্ত্রণা ফুটিয়ে তোলা, নেতাজি সুভাষ সম্পর্কে আবৃতি, প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা সহ নানা অনুষ্ঠানে ছাত্ররা অংশ নেয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ