জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

 ‘তারার আলো’র আত্মপ্রকাশ ভালোবাসার সাহিত্য বাসরে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতা,হরিপাল: গত ২৩ জানুয়ারি ২০২৩ হুগলী জেলার হরিপাল থানার কাশীপুরে এক আড়্ম্বরপূর্ণ বৈকালিক সাহিত্য বাসরে আত্মপ্রকাশ করল নতুন সাহিত্য পত্রিকা ‘তারার আলো’। সাহিত্য অন্তঃপ্রাণ বিশিষ্ট কবি ও গীতিকার তারাপদ ধলের বাসভূমিতে আয়োজিত ‘ভালোবাসার সাহিত্যবাসর’ এর ৭ম বর্ষ বার্ষিক অনুষ্ঠানে শহর কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত একঝাঁক কৃতি সাহিত্যিক সমবেতভাবে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটান।পত্রিকা প্রকাশের পাশাপাশি সাহিত্য বিষয়ক আলাপ আলোচনা, কবিতা পাঠ, নাটক আর বিভিন্ন স্বাদের গানে উপভোগ্য হয়ে উঠেছিল সমগ্র অনুষ্ঠান।কবি পার্থ পালের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন ‘তারার আলো’র সম্পাদক তারাপদ ধল।

এদিন প্রত্যন্ত গ্রামের ওই আন্তরিক অনুষ্ঠানে হুগলী জেলার বিশিষ্ট কবি সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন এই সময়ের জনপ্রিয় ঔপন্যাসিক জারিফুল হক, ‘ছোটদের জলছবি’ পত্রিকার সম্পাদক রণজিৎ হালদার, সাংবাদিক বিদ্যুৎ ভৌমিক, বিশিষ্ট গল্পকার তথা প্রগতি পত্রিকার সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নান, কবি বন্দনা মালিক, ‘ধনেখালির কলম’ পত্রিকার সম্পাদক অমিয়া বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব পঙ্কজ কুমার দাস, বিশিষ্ট বাচিক শিল্পী সুস্মিতা দাস, বরিষ্ট কবি ড. রেনুপদ ঘোষ, কবি মহ: মহসিন, দীপ্তি চক্রবর্তী, তাপস কুমার দত্ত চৌধুরী, শ্যামসুন্দর ব্যানার্জী, করুণাময় বিশ্বাস, সুরজিৎ সেনগুপ্ত, পাঁচু গোপাল হাজরা, অর্ঘ দাস, গৌতম যশ, কৌতুক শিল্পী ধীরেন্দ্রনাথ কোলে, কবি বাদল বর্মন, সুলেখা হাজরা, জ্যোৎস্না হালদার, মদন চন্দ্র ঘোষ, কবি বৈশাখী বসু সিংহ, প্রমুখ।

Advertisement

২৩শে জানুয়ারি নেতাজী জন্মদিন উপলক্ষে এদিন কিশোরী শিল্পী অঙ্কিতার কন্ঠে পরিবেশিত ‘ তিনশ কন্ঠে ওঠে বন্দনা তার বাজি/ সর্ব ভারত বন্ধু সে যে মোদের নেতাজী’ গানটি অনুষ্ঠানে অন্যমাত্রা এনে দেয়। শিশুশিল্পী সৌমিক দাসের আবৃত্তি শ্রোতাদের মুগ্ধ করে দেয়।

এদিনের আভিজাত্যহীন গরিমাময় সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ জানাতেই হয় উদ্যোক্তাদের। আন্তরিকতায় পরিপূর্ণ অনুষ্ঠানটি অনেকদিন শ্রোতাদের তাড়িত করবে‌।

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ