কলকাতা 

“কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, এই অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না” : অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতার ধরন নিয়ে এবার মন্তব্য করে বিতর্ক বাড়ালেন কলকাতা হাইকোর্টের জনপ্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বুধবার মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে খিদিরপুরের এক লাইব্রেরী অনুষ্ঠানে যোগ দেন মিটার প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,, “কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে? আমার মনে হয় কেউ পড়বে না।”

সেখানেই থামেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, “এই অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না, এটা আজ বলার সময় এসেছে। অখাদ্য বই সরবরাহ হয় সরকারি গ্রন্থাগারে, পড়তে চাইবে কোন মনুষ্য সন্তান? এই বই কিনলে তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। এই ধরনের বই সরবরাহ হলে, উইপোকা ছাড়া কারও সুবিধা হবে না।”

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ