কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ইদানীং নাট্যগোষ্ঠীর পল্লী কবি জসীমউদ্দীন স্মরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ দাতা, বাংলার জনরব: শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে গত ১৯ জানুয়ারি ২০২৩ এক ভাবগম্ভীর সান্ধ্যঅনুষ্ঠানের মধ্যে দিয়ে পল্লী কবি জসীমউদ্দীনের জীবন, সাহিত্য নিয়ে সাগ্রীক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকাতা শহরের নামী নাট্যসংস্থা ইদানীং নাট্যগোষ্ঠী আয়োজিত এই আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঔপন্যাসিক জারিফুল হক, বিশিষ্ট কবি অমর কুমার দাস, চোখ পত্রিকার সম্পাদক মানিক দে, অধ্যাপিকা মনীষা চক্রবর্তী অধ্যাপিকা ড. মনোরমা পোল্ল্যে ও সাহিত্যিক সত্যসাধন দাস।

নাট্যগোষ্ঠীর সভাপতি বিশিষ্ট অভিনেত্রী ও সুলেখিকা সবিতা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কবি জসীমউদ্দীনের সংগ্রামী সাহিত্য জীবনের পাশাপাশি কবির মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেন মঞ্চাসীন অতিথিরা।ইদানীং নাট্যগোষ্ঠীর কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাহিত্যিক জয়ন্ত রসিক অনুষ্ঠানে স্বাগতভাষণ সহ মানবতার কবি জসীমউদ্দীন সম্পর্কে প্রাঞ্জল বক্তব্য রাখেন।

Advertisement

এদিন মূলতঃ মানবতার কবি জসীমউদ্দীন স্মরণ সভা আয়োজিত হলেও গ্রন্থপ্রকাশ, গান, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে। মঞ্চাসীন অতিথিরা সমবেতভাবে আনুষ্ঠানিক প্রকাশ করেন ইদানীং নাট্যগোষ্ঠীর ৪৮ বছর ২য় সাহিত্য সংখ্যা।

ইদানীং নাট্যোগোষ্টীর সংগীত শাখার পরিবেশিত দুখানি উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপিকা ড. মনীষা চক্রবর্তী, সুনীতি চ্যাটার্জী। আবৃত্তি পরিবেশন করেন সমর শঙ্কর দাস। স্বরচিত কবিতা পাঠ করেন বন্দনা মালিক, রতিকান্ত দাস, মোহাম্মদ আল্লারাখা, অসীম চৌধুরী, সুতপা মুখার্জী,, অদৃশ্য নাথ,স্বপ্না দা, অশোকা নন্দ, স্মৃতিকণা চট্টোপাধ্যায়, মানব হাজরা, আশিস গিরি, লিলিমা দাস, খগেশ্বর দাস, আরতী দে, নিত্যানন্দ দাস প্রমুখ।

এদিন সমগ্র নান্দনিক অনুষ্ঠানটি যুগ্মভাবে সঞ্চালনা করেন গল্পকার সেখ আব্দুল মান্নান ও তনিমা মুখার্জী।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ