জেলা 

সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তেজনা নন্দীগ্রামে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নন্দীগ্রামে ফের অশান্তি । সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে  উত্তপ্ত হয়ে পড়ে  পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা এবং হাতাহাতিতে তীব্র উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের ভেকুটিয়ায়। শাসকদলের অভিযোগ, গেরুয়া শিবির বাইরে থেকে লোক নিয়ে এসে ভোটপ্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও অভিযোগ নস্যাৎ করে পাল্টা তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, তৃণমূলই বাইরে থেকে লোক এনে অশান্তির পরিবেশ তৈরি করছে।

এদিন দফায় দফায় দু’পক্ষের মারামারিতে একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বিজেপির অভিযোগ, তাদের এক জনের মাথা ফেটেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূলের অভিযোগ, তাঁদের ৩ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। লাঠিচার্জও হয়। তার পরেও ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ঘিরে উত্তেজনা পুরোপুরি থামেনি।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ