জেলা 

পঞ্চায়েত প্রধানের স্বামী ও শাশুড়ির নাম আবাস যোজনার তালিকায়, মালদহ জুড়ে শোরগোল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আবাস যোজনা নিয়ে বাংলার মানুষ এতটাই ক্ষুব্ধ যে তার বলার অপেক্ষা রাখে না। শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী এবং পঞ্চায়েত প্রধান দের আত্মীয়-স্বজনরা যেভাবে আবাস যোজনা পেয়েছে তা এক কথায় বড় দুর্নীতি বলা যেতে পারে। এবার এই দুর্নীতিতে সামনে এলো মালদা জেলার চাঁচল- ২ ব্লকের জালালপুর পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তার শাশুড়ি নাম।

তৃণমূল স্বজনপোষণ করছে বলে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূলের পাল্টা দাবি, সরকারি ঘর পাওয়ার যোগ্য নন, এমন কোনও ব্যক্তির নাম তালিকায় থাকলে তা বাদ যাবে। দল কাউকে এই ধরনের কাজ করার পরামর্শ দেয়নি বলেও জানিয়েছেন চাঁচলের জোড়াফুল শিবিরের নেতারা।

Advertisement

পাকা বাড়ি, অথচ আবাস যোজনার তালিকায় নাম রয়েছে চাঁচল ২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাস্তারা খাতুনের স্বামী হবিবুর সাত্তার এবং তাঁর শাশুড়ি উমেজান বেওয়ার। আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। প্রধান মাস্তারার দাবি, ২০১৮ সালে এই তালিকা তৈরি হয়েছিল। সেই সময় দলের কোনও কর্মী তালিকায় ওই দু’জনের নাম পাঠিয়ে দিয়েছেন। তিনি নিজে এই যোজনায় কখনও আবেদন করেননি বলেও জানিয়েছেন মস্তারা। নাম দু’টি বাদ দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মাস্তারার স্বামী হবিবুর সাত্তার বলেন, ‘‘২০১৮ সালে একটি তালিকা হয়েছিল। তাই কোনও ভাবে নাম চলে এসেছে। নাম বাতিলের জন্য বিডিওর কাছে আবেদন জানিয়েছি। এটা ভুল হয়ে গিয়েছে। আমি কখনও ঘরের জন্য আবেদন করিনি।’’

এ প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, ‘‘ঘর পাওয়ার যোগ্য নন, এমন কারও নাম তালিকায় থাকলে বাদ যাবে। দল কাউকে এই ধরনের কাজ করার অনুমতি দেয়নি। প্রশাসন ব্যবস্থা নেবে।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ