কলকাতা 

WBCPCR : পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে শিক্ষক শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের নিয়ে বয়সন্ধিকালের মানসিক স্বাস্থ্যের সমস্যা ও সমাধান বিষয়ে কর্মশালা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : আজ উনিশে ডিসেম্বর সোমবার কলকাতার ইনস্টিটিউট অফ কো-অপারেটিভ ম্যানেজমেন্ট ফর ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসের অডিটোরিয়াম আহবানে এক কর্মশালার আয়োজন করে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। এই কর্মশালার বিষয় ছিল বয়সন্ধিকালে শিক্ষার্থীদের বিকাশের সমস্যা ও তার সমাধানের উপায়।

এদিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন জেলার নির্বাচিত কয়েকটি স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক কিংবা তার প্রতিনিধি হিসাবে সহকারী শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন মাননীয়া সুদেষ্ণা রায়। তিনি বলেন, শিশুদের সমস্যা গুলিকে সমাধান করার লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু বিদ্যালয় স্তরে বয়সন্ধিকালে এইসব শিশু-কিশোর কিশোর কিশোরীরা নানা সমস্যার মধ্যে পড়ে। সেই সমস্যা থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা করছি আমরা সেজন্যই আজকের এই কর্মশালার আয়োজন। বিশিষ্ট অতিথির বক্তব্যে অহনা চক্রবর্তী বলেন, শিক্ষার অর্থ শুধু শিক্ষা গ্রহণ করা নয়। শিক্ষার সার্বিক অর্থ অনেক বেশি বিস্তৃত। শুধু বই কিংবা পড়াশোনার মধ্যে শিক্ষা আটকে থাকে না সমাজের প্রতিটি স্তরে শিক্ষা গ্রহণ করতে হয়। কিশোর কিশোরীদের স্কুল জীবনের যে সমস্যা বা বাস্তব জীবনে নানা সমস্যার মধ্যে তাদের পড়তে হয়। সেই সমস্যাগুলি যদি যথাযথভাবে তারা সমাধান করতে পারে তাহলে ভবিষ্যৎ জীবন অনেকটাই নিশ্চিত হতে পারে।

Advertisement

এদিনের কর্মশালায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা ড. নীলাঞ্জনা সান্যাল ও কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপিকা ডা. প্রথমা চৌধুরী । দুই বক্তা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে প্রাঞ্জল ভাষায় বয়সন্ধিকালের বাচ্চাদের ও স্কুল পড়ুয়াদের সমস্যা গুলোকে তুলে ধরেন এবং তার সমাধানের উপায়ও যুক্তিসম্মতভাবে তুলে ধরেন।

নীলাঞ্জনা সান্যাল এবং প্রথমা চৌধুরী দুজনই বয়সন্ধিকালের ছেলেমেয়েদের মনস্তাত্ত্বিক বিষয়গুলিকে খুব সুন্দর করে শিক্ষক শিক্ষিকাদের সামনে তুলে ধরেন এবং কোন কোন লক্ষণ দেখলে কোন কোন সমস্যা হয়েছে বলে মনে করা হবে তাও দুই বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষিকাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেন। এক কথায় পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশন এক নতুন দিগন্তের জন্ম দিল বলে মনে করা হচ্ছে।

একজন শিক্ষক হিসাবে এই অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলাম একথা বলতে দ্বিধা নেই অনেক কিছু এদিনের কর্মশালা থেকে আমরা জানতে পেরেছি। আগামী দিনে শিশু অধিকার সুরক্ষা কমিশন যদি এই ধরনের কর্মশালা রাজ্যের বিভিন্ন প্রান্তে করে তাহলে আরো বেশি মানুষের কাছে বিষয়টি পৌঁছাবে বলে আমরা প্রত্যাশা করি।

এদিকে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের অ্যাডভাইসার অনন্যা চক্রবর্তী, বিশেষ পরামর্শদাতা সৌমিত্র রায়, কমিশনের সচিব মধুমিতা সিংহ রায় প্রমুখ। কলকাতা সহ বেশ কয়েকটা জেলার স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা এই কর্মশালায় অংশ নিয়েছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ