কলকাতা 

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষনে রাজ্যের সরকার পরিচালিত সব মাদ্রাসাগুলি সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী শুনানী ১৯ নভেম্বর

শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত মাদ্রাসাগুলি সবই সংখ্যালঘু শিক্ষা- প্রতিষ্ঠান বলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মামলার শুনানীতে মন্তব্য করেছেন । উল্লেখ্য রাজ্যের একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করে বলা হয়েছিল ২০০৮ সালে বামফ্রন্ট সরকার রাজ্যের ৬১৪টি মাদ্রাসাকে যে সংখ্যালঘু স্ট্যাটাস দিয়েছে তা নিয়ম মেনে হয়নি । অতএব রাজ্যের মাদ্রাসাগুলির ওপর থেকে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের তকমা তুলে নেওয়া হোক । কিন্ত রাজ্যের তৃণমূল সরকার সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান বলে মাদ্রাসাগুলিকে কার্যত স্বীকার করে নেয় । ফলে ওই অরাজনৈতিক সংগঠনটির আবেদনের আজ শুনানী চলাকালীন সময়ে বিচারপতিরা অগ্রাহ্য করে । বিচারপতিদের মতে , রাজ্যের মাদ্রাসাগুলিকে সংখ্যালঘু শিক্ষা-প্রতিষ্ঠানের মর্যাদা নিয়ম মেনেই দেওয়া হয়েছে ।

এই মামলার পরবর্তী শুনানী আগামী ১৯ নভেম্বর হবে । মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আজকের পর্যবেক্ষনে এটা স্পষ্ট রাজ্যের সরকারি আর্থিক সাহায্যে পরিচালিত মাদ্রাসাগুলি সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান ।

Advertisement

পরিচালন সমিতির পক্ষে মামলাকারী আইনজীবী আবু সোহেল বাংলার জনরবকে বলেন , ফোরামের আবেদনকে আজ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ খারিজ করে দিয়েছে , আগামী দিনে পরিচালন সমিতি ও ভারতীয় সংবিধানে প্রদত্ত সংখ্যালঘুদের অধিকারের পক্ষেই সুপ্রিম কোর্ট রায় দেবে বলে আমরা আশাবাদী ।

 

 


শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 11 =