দেশ 

রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দুই আধিকারিককে আদালত অবমাননার নোটিশ দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মাদ্রাসা পরিচালন কমিটি সংবিধানের ৩০ নং ধারা অনুযায়ী এবং রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী যেসব শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করেছিল তাদের বেতন না হওয়ায় তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল । সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগকৃত  শিক্ষকদের দ্রূত বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিল । কিন্ত নানা অজুহাতে সেই বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ । এরপরেই ৮ জন শিক্ষক সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা রুজু করে । সেই মামলার প্রেক্ষিতে বুধবার ৩১ অক্টোবর রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব এবং মাদ্রাসা শিক্ষা অধিকর্তাকে মহামান্য সর্বোচ্চ আদালত অবমাননার নোটিশ জারি করেছে ।

সংবিধানে প্রদত্ত সংখ্যালঘুদের অধিকারকে সুরক্ষিত করার জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী আবু সোহেল । তিনি বাংলার জনরবকে জানালেন, পরিচালন সমিতি যে শিক্ষক নিয়োগ করেছিল তা রাজ্য সরকারের নির্দেশিকাকে মান্যতা দিয়েই । তারপরও মাদ্রাসা শিক্ষা দপ্তর সেই সব নিয়োগকৃত শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেনি ।এরপর সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে রায় দেওয়ার পরও রাজ্যের সংখ্যালঘু দপ্তরের আধিকারিকরা নানা অজুহাতে এই শিক্ষকদের বেতন চালু করেনি । তাই আমরা বাধ্য হয়ে মহামান্য সুপ্রিম কোর্টে কাছে দ্বারস্থ হয়ে আবেদন করি যে, আপনার নির্দেশও পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের আধিকারিকরা মানছেন না । তারাই প্রেক্ষিতে আজ আদালত অবমাননা নোটিশ জারি করল মহামান্য আদালত।

Advertisement

শেয়ার করুন
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + six =