কলকাতা 

মতিঝিল গার্লস হাইস্কুলে প্রধান শিক্ষিকার সঙ্গে সহকারী শিক্ষিকার মারধোরের ঘটনায় রিপোর্ট তলব রাজ্য মানবাধিকার কমিশনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : গত সপ্তাহে দমদমের মতিঝিল গার্লস হাইস্কুলে নিম্নমানের মিড ডে দেওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী শিক্ষিকাকে মারধোর ও হেনস্থা প্রধান শিক্ষিকা করেছেন বলে অভিযোগ ওঠে । এই খবর রাজ্যের গণমাধ্যমগুলিতে ফলাও করে প্রচারিত হয়েছিল । অভিযোগ উঠেছে, ছাত্রীদের পক্ষ থেকে নিম্নমানের মিড মিল নিয়ে বার বার অভিযোগ করা হলেও নাকি প্রধান শিক্ষিকা বিষয়টিকে তেমন আমল দেননি । এরই প্রতিবাদে গার্গী মুখোপাধ্যায় নামে এক সহকারী শিক্ষিকা বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ।

এই কারণেই তিনি হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে । এই খবর সামনে আসার পরেই রাজ্য মানবাধিকার কমিশন নড়েচড়ে বসে । তারা জেলার ডিআই-এর কাছে রিপোর্ট তলব করেছে বলে জানা গেছে । মানবাধিকার কমিশনের সদস্য রাজ্যের প্রাক্তন ডিজিপি নাপরাজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, জেলার ডিআইয়ের রিপোর্ট পাওয়ার পরেই মানবাধিকার কমিশন পরবর্তী পদক্ষেপ করবে ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ