আন্তর্জাতিক খেলা 

T20 World Cup 2022 : টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা পেল ইংল্যান্ড

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গোহারা হেরে গেল পাকিস্তান। অনেক কাঠ খড় পুড়িয়ে ফাইনালে উঠতে পেরেছিল পাকিস্তান কিন্তু শেষ মুহূর্তে এমনভাবে হেরে গেল ইংল্যান্ডের কাছে। যা অনেকটাই লজ্জার বিষয় রইল। আজ t20 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। টসে জিতে প্রথমে বল করা সিদ্ধান্ত নেন ইংল্যান্ড।

প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে অনেকে অনেক কথা বললেও ইংল্যান্ড অধিনায়ক যে  সঠিক সিদ্ধান্ত নিয়েছিল তা আর বলার অপেক্ষায় রাখে না। নিয়মিত ব্যবধানে পাকিস্তানের উইকেট পড়ল। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করতে পারলেন বাবর আজ়মরা। রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জিতে গেল ইংল্যান্ড। অর্ধশতরান করলেন বেন স্টোকস। ২০১০ সালের পরে আরও এক বার ২০ ওভারের বিশ্বকাপ জিতল ইংল্যান্ড।

Advertisement

১৯৯২ খ্রিস্টাব্দে আজ থেকে ৩০ বছর আগে বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খান যে দক্ষতা এবং যোগ্যতার সঙ্গে দলকে জুতাতে সক্ষম হয়েছিলেন। সেই কাজটা করে উঠতে পারল না। বর্তমান পাকিস্তান দলের অধিনায়ক বাবর।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বাটলার। তাঁর সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করেন দলের বোলাররা। প্রথম থেকেই ঠিক লাইন-লেংথে বল করছিলেন বেন স্টোকস, ক্রিস ওকসরা। পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন স্যাম কারেন। ১৫ রানের মাথায় মহম্মদ রিজ়ওয়ানকে সাজঘরে পাঠান তিনি। তিন নম্বরে নেমে আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন মহম্মদ হ্যারিস। কিন্তু সফল হতে পারেননি। ৮ রান করে তাঁকেও ফিরতে হয়।

দু’উইকেট পড়ে যাওয়ার পরে জুটি বাঁধেন অধিনায়ক বাবর ও শান মাসুদ। চার, ছক্কা কম হলেও মেলবোর্নের বড় মাঠ কাজে লাগিয়ে দৌড়ে রান তুলছিলেন তাঁরা। ভাল দেখাচ্ছিল বাবরকে। কিন্তু ৩২ রানের মাথায় আদিল রশিদের গুগলি বুঝতে পারলেন না তিনি।

শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পেল ইংল্যান্ড। কালো চামড়ার দেশ নয়, সাদা চামড়ার দেশই ক্রিকেট দুনিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে আত্মপ্রকাশ করল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ