দেশ 

এনআরসি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : “বেঙ্গলি ইউনাইটেড ফোরাম অফ অসম”-এর দায়ের করা এনআরসি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গে একাংশ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট চেয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করে সংশ্লিষ্ট সংস্থা।

উল্লেখ্য, অসমে এনআরসি খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ মানুষের নাম। ওই তালিকা প্রকাশের পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় তৃণমূল সহ বিরোধীরা।

Advertisement

তাদের অভিযোগ, অসমে বসবাসকারী মুসলিম, বাঙালি ও অবাঙালিদের টার্গেট করছে সরকার। আবার তৃণমূলের প্রতিনিধি দল অসমে গেলে শিলচর বিমানবন্দরেই তাদের আটকানো হয়। প্রতিনিধি দল জোর করে বিমানবন্দরের বাইরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয় তাদের। তৃণমূল প্রতিনিধিদের অভিযোগ, পুলিশ তাঁদের মারধর করে। পালটা তৃণমূল প্রতিনিধিদের বিরুদ্ধে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ করে অসম পুলিশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − eight =