জেলা 

ছাত্রীদের স্বাস্থ্য-সচেতনতায় পাবদারা হাই মাদ্রাসার পাশে এগিয়ে এলো লায়ন্স ক্লাব কলকাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক : সাম্প্রতিক কালে রাজ্য জুড়ে হাইস্কুলের পাশাপাশি হাই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিভিন্নভাবে নিজেদের মেলে ধরছে, পড়াশোনার পাশাপাশি আরো নানা ভাবে, যা অবশ্যই জীবন গঠনের কাজে লাগবে,আর সমাজ গঠনের জন্য তো বটেই। বিভিন্ন উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পাশে মাদ্রাসা-কর্তৃপক্ষও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

অতি সাম্প্রতিককালে উত্তর ২৪ পরগনার পাবদারা হাই মাদ্রাসার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে লায়ন্স ক্লাব ক্যালকাটা। ছাত্রীদের স্বাস্থ্য-সচেতন করতে তাঁরা একদিকে যেমন ছাত্রীদের নিয়ে কর্মশালার আয়োজন করেছেন, তেমনই মাদ্রাসার ছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেছেন একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। মাত্র ৫ টাকার বিনিময়ে ছাত্রীরা প্রয়োজনে এখান থেকে ন্যাপকিন নিতে পারবে, সেই আয়োজন তাঁরা করেছেন।

Advertisement

এই মেশিন চালু হওয়ায় মাদ্রাসার ছাত্রীরা খুব খুশি। লায়ন্স ক্লাব কলকাতা উত্তরণের প্রেসিডেন্ট দিয়া শংকরী দাস ছাত্রীদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানে বলেন, বয়সন্ধিকালের এই সময়ে মেয়েদের যে ধরনের সাবধানতায় থাকা দরকার, এখনও কিছু গ্রামীণ এলাকায় সেই সব সতর্কতা মানা হয় না। মূলত সেই দিকটা মাথায় বরেখে মাদ্রাসার ছাত্রীদের জন্য এই আয়োজন। ছাত্রীদের তুলনামূলক কম দামে স্যানিটারি ন্যাপকিন দেওয়া গেলে স্বাস্থ্যবিধি মানা হবে। এতে আখেরে মেয়েগুলি ভাল থাকবে ।

এদিনের অনুষ্ঠনে লায়ন্স ক্লাব কলকাতা উত্তরণের প্রেসিডেন্ট দিয়া শংকরী দাস ছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব কলকাতা উত্তরণের প্রাক্তন গভর্নর বিনোদ শরাফ, প্রজেক্ট ডিরেক্টর প্রদীপ চক্রবর্তী, ট্রেজারার সঞ্জয় কুমার সরকার। এছাড়াও পাবদারা হাই মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারাও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এভাবে মূলত মাদ্রাসার ছাত্রীদের জন্য স্বাস্থ্য সচেতনতার কাজে এগিয়ে আসার জন্য লায়ন্স ক্লাব কলকাতাকে মাদ্রাসা কর্তৃপক্ষ অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। মাদ্রাসার ছাত্রীদের অভিভাবকেরাও এই আয়োজনে খুবই সন্তোষ প্রকাশ করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ