দেশ 

উত্তরপ্রদেশের সরকারি পাঠ্যপুস্তকে জাতীয় সংগীতের অবমাননা ! দেশ জুড়ে সমালোচনার ঝড়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ফের বিতর্কে যোগীরাজ্য। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সরকারি পাঠ্যপুস্তকে জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় সংগীত থেকে বাদ চলে গেল ‘উৎকল’ ও ‘বঙ্গে’র নাম! এই ভুল নিয়ে নেট মাধ্যমে সরব হয়েছেন নেটিজনরা।

সংবাদ সংস্থা আইএএনএসের সূত্র বলছে, রাজ্যের পঞ্চম শ্রেণির আড়াই থেকে তিন লক্ষ হিন্দি বইয়ে এই ভুল রয়েছে। দেখা গিয়েছে সেখানে ‘পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়’-এর পর ‘উৎকল বঙ্গ’ বাদ পড়েছে। তারপর শুরু হয়ে যাচ্ছে পরের লাইন ‘বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ’।

Advertisement

বলাই বাহুল্য, এহেন ভুল নিয়ে অস্বস্তিতে প্রশাসন। কী করে হল এমন সাংঘাতিক ভুল? ইতিমধ্যেই জানানো হয়েছে, এর দায় প্রেসের। সেখানেই এই লাইনটি গণ্ডগোল হয়ে গিয়েছে। বইটির প্রকাশককে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে সমস্ত বই বদলে দিতে। পাশাপাশি যাঁর উপরে দায়িত্ব থাকে সমস্ত পাঠ্যপুস্তক খতিয়ে দেখার, তাঁকেও কারণ দর্শাতে বলা হয়েছে।

এপ্রিল থেকেই শিক্ষাবর্ষ শুরু হয়ে যায় উত্তরপ্রদেশে। কিন্তু সেই সময় সরকারি বই বিতরণ শুরু হয়নি। বেশ কিছুটা দেরি করেই স্কুলে স্কুলে বিনামূল্যে বই দেওয়া হয়। আর তারপরই ধরা পড়ে এমন ভুল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ