কলকাতা 

মমতার আশঙ্কাকে সত্য করে কয়লা কাণ্ডে ইডি তলব করলো অভিষেককে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা – অভিষেকের আশঙ্কাকে সত্য করে শেষ পর্যন্ত ইডি তলব করলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী শুক্রবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, দিল্লির ইডি কর্তারা তাঁকে কলকাতার সিজিও কমপ্লেক্সে এসে জিজ্ঞাসাবাদ করবেন।

গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,‘‘অভিষেককে হয়তো আবার নোটিস পাঠাবে ওরা।’’ ঠিক তার পর দিন মঙ্গলবারই সামনে এল এই খবর। কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এই তো আজকের সভায় অভিষেক খুব ভাল বক্তৃতা করেছে। এ বার হয়তো আজ অথবা কাল ওকে কোনও সংস্থা নোটিস ধরাবে।’’এ কথা বলেই ক্ষান্ত হননি তৃণমূল নেত্রী। বলেন, ‘‘অভিষেককে তো আগেও দু’বার নোটিস ধরিয়েছে। এমনকি, নোটিস ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এ বার তো মনে হয় ওর দু’বছরের ছেলেকেও নোটিস ধরাবে। ওকেও নোটিস ধরিয়ে দেখুক দু’বছরের ছেলেটাও কতটা শক্ত হয়েছে।’’

Advertisement

অন্য দিকে, প্রায় নিশ্চিত সুরে অভিষেকও বলেছিলেন যে, মঙ্গলবার ‘‘কিছু ঘটবে।’’ এর আগে তৃণমূলের বড় সভা হয়েছে গত ২১ জুলাই। তার অব্যবহিত পরে রাজ্যের অধুনা প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার সে কথা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেছিলেন, ‘‘২১ জুলাই আমাদের সমাবেশ হল। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হল। ২২ জুলাই কেন? কেন ২৩ জুলাই নয়? কেন ২৪ জুলাই নয়?’’ তার পর প্রায় নিশ্চিত সুরে অভিষেক বলেন, ‘‘আপনারা লিখে রাখুন, চার-পাঁচ দিনের মধ্যে ওরা আবার কিছু একটা করবে।’’

ইডির সমন নিয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়ায় বলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ,i‘‘২১ জুলাই বড় সমাবেশ দেখেছে। তার পরের ফল মানুষ দেখেছে। তবে এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে, এই তলবের পিছনে রয়েছেন বিজেপি নেতারাই। তাঁর সংযুক্তি, ‘‘ওরা (পড়ুন বিজেপি) অভিষেককে ভয় পায়। আইনটা অভিষেক বুঝে নেবে।’’ উল্লেখ্য, এর আগেও কয়লা মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ