কলকাতা 

কয়লা পাচার মামলায় জ্ঞানবন্ত সিং সহ আট আইপিএসকে দিল্লিতে তলব ইডির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই কয়লা পাচার মামলায় রাজ্যের আট আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।  ১৫ অগস্টের পর দিল্লিতে ওই আট জন আইপিএস অফিসারকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এই সব আইপিএস শাসক দলের ঘনিষ্ট বলে জানা গেছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, যে আট জন আইপিএস আধিকারিকদের তলব করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান। এর আগেও এই মামলায় সাত আইপিএসকে তলব করা হয়েছিল। জ্ঞানবন্ত সিংহ ও রাজীব মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবারও তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

Advertisement

সূত্রের দাবি, কয়লা মাফিয়াদের জিজ্ঞাসাবাদে ওই আইপিএসদের নাম উঠে এসেছে। সেই প্রেক্ষিতেই তাঁদের তলব করা হয়েছে।

এর আগে কয়লাপাচার-কাণ্ডে কয়েক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে।কয়লা পাচার-কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও অধরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ