কলকাতা 

মহরমের শিক্ষা কাজে লাগাতে হবে দৈনন্দিন জীবনে, পড়াশোনায় – স্মার্ট ক্লাসে নতুন ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নাফিসা ইসমাত: চোদ্দশ বছর আগের সেই নৃশংস ইতিহাস, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.আঃ)-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ. সাঃ) সহ আরও ৭১ জনের শহীদ হওয়ার ঘটনা, কারবালার সেই নির্মম সত্য আজও আমাদের হৃদয়ে রয়েছে। আজও আমরা স্মরণ করি আমাদের প্রিয় ইমামদের। স্মরণ করি ইসলামের পথে তাঁদের ত্যাগ।‌‌

 

সেই উদ্দেশ্যেই গত কাল,১০ মহররম রাজারহাট-নিউটাউনের হাতিয়াড়ায় আয়োজন করা হয়েছিল আশুরা উপলক্ষে এক স্মরণসভার। লকডাউন থেকে বাড়িবন্দি হয়ে যাওয়ায় পালন করা হচ্ছিল না বছরের বিশেষ দিনগুলো। বিভিন্ন মনিষী, স্মরণীয় দিনের অনেক তথ্য অজানা থেকে যাচ্ছিল ছোটদের কাছে। সেগুলো ছোটদের কাছে ক্যুইজের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য হাতিয়াড়ায় গোটাকতক ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০২০ তে শুরু হয় স্মার্ট ক্লাস।

Advertisement

আজ সেই স্মার্ট ক্লাসের আয়োজনে, মূলত খুদেদের পরিচালনায়, বড়দের সাহায্য নিয়ে হয়েছে ঘন্টাখানেকের এই অনুষ্ঠান। স্কুল স্টুডেন্টদের পরিচালনায় এক ক্লাসরুম ড্রামার মাধ্যমে করা হয়েছিল এই অনুষ্ঠানের একটা পর্ব। যেখানে টিচারও হয়েছে স্কুল স্টুডেন্ট আবার মহররমের ঘটনা, মহরম বিষয়ক কবিতা সেগুলোও বলেছে ছাত্র-ছাত্রীরা। টিচারের ভূমিকায় ছিল ক্লাস সিক্সের ছাত্রী আলেয়া মল্লিক আর তার স্টুডেন্টের ভূমিকায় কবিতা,কথিকা শুনিয়েছে তানিয়া, জেহা, সায়ক, ইয়ানূর ও আরও অনেকে। ছোট ছোট ছাত্র-ছাত্রীদের কথায় উঠে এসেছে কারবালার প্রান্তরে সেই ছয় মাসের ছোট্ট শিশু আলি আজগারের পানি না পাওয়ার মতো কষ্টের কথাও। তারা আশুরার সেই হৃদয়বিদারক ঘটনা এবং ইসলামের প্রতি, সমাজের প্রতি, মানবজগতের প্রতি ত্যাগ নিয়ে তাদের ভাবনার কথা শুনিয়েছে। এই দিনের অনুষ্ঠানে তারা শিখেছে নতুন কিছু তথ্যও তাদের প্রিয় শিক্ষিকা আঞ্জুমান বানুর কাছ থেকে। ছোটদের এই অভিনব উদ্যোগ দেখতে উপস্থিত ছিল বেশ কয়েক জেলা থেকে আগত কলেজ- বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এরকম ভাবে একটা ক্লাসরুম ড্রামার মাধ্যমেও যে সত্য ঘটনা আলোচনা করা যায়, এই নতুন ভাবনাকে সাধুবাদ জানায় নদীয়ার রেবেকা সুলতানা, বীরভূম জেলার রেহানা পারভীন, মুর্শিদাবাদের মাহমুদা খাতুনরা।

কারবালার এই ঘটনা যেন কেবলমাত্র একটা দিনের শোক হিসাবেই না পালন করা হয়, যেন শিক্ষা নিতে পারি আমরা সেই ত্যাগ থেকে, কাজে লাগাতে পারি আমাদের দৈনন্দিন জীবনে,পড়াশোনায়, কর্মক্ষেত্রে। এই ভাবনা নিয়েই এদিনের অনুষ্ঠানে থাকে কিছু শিক্ষামূলক অংক ইংরেজির ক্যুইজও। সেখানে ছোটদের তৎপরতা দেখে খুশি হয় ক্যুইজ মাস্টার শামসুন,রেহেনা,মাইশুরা,ফাহিমরা। আশুরার অনুষ্ঠান, ইমাম হুসাইন (আঃ) স্মরণ, সাথে বিভিন্ন বিষয়ে ক্যুইজ- ছোটদেরকে আরো উদ্যোগী হতে হবে, তাদের সাহায্য করতে বড়দেরও এগিয়ে আসতে হবে- এরকমই ভাবনায় বিশ্বাসী স্মার্ট ক্লাসের অন্যতম উপদেষ্টা নাঈমুল হক।

“কারবালার এই নির্মম সত্য যে সমগ্র মানবজাতির জন্য এক শিক্ষা, নিজের বিশ্বাসের উদ্দেশ্যে ত্যাগ করতে শেখায় এই ঘটনা”-আজকের দিনে জাতি ধর্মের ভেদাভেদ ভুলে ছোটদের আয়োজিত অনুষ্ঠানে এ কথাই বলেন মুখ্য অতিথি গৌরাঙ্গ সরখেল। ক্যুইজ রাউন্ডে তিনিও করেন কিছু প্রশ্ন। ছোটদের এরকম অনুষ্ঠান করার উদ্যোগ ও পড়াশোনায় আগ্রহ দেখে তিনি তাদের পাশে থাকার কথা জানিয়ে উৎসাহিত করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ