কলকাতা 

কলকাতার ট্রাফিক গার্ডগুলির সামনে ট্যাক্সি চালকদের একমাস ব্যাপী বিক্ষোভ- অবস্থান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কলকাতা প্রতিনিধি: ২৫ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত কলকাতার ট্রাফিক গার্ডগুলির সামনে একমাস ধরে ট্যাক্সি চালকরা বিক্ষোভ-অবস্হান করবে। এআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি , কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন ও অ্যাপ-ক্যাপ অপারেটার্স ফোরাম এই অবস্হান বিক্ষোভের ডাক দিয়েছে।এআইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও ট্যাক্সি পরিবহন শ্রমিক আন্দোলনের বর্ষীয়ান নেতা নওল কিশোর শ্রীবাস্তব বলেন , ঘনঘন জরিমানা বৃদ্ধি প্রত্যাহার, ট্রাফিক পুলিসের জুলুমবাজি ও নির্যাতন , মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ অবস্হান।

এর পরেও যদি রাজ্য সরকারের টনক না নড়ে তাহলে ট্যাক্সি চালকরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের পথে যেতে বাধ্য হবে। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার পুরো পরিবহন ব্যবস্হাকে ধ্বংস করে দিয়েছে। এ নিয়ে বারবার আমরা পরিবহন ভবনে দরবার করেছি কিন্ত কাজের কাজ কিছুই হয়নি।

Advertisement

এবার মাস ব্যাপি বিক্ষোভ-অবস্হানের সিদ্ধান্ত নিয়েছি।তারপর ধর্মঘটের পথে যাব। পার্কসার্কাস, শিয়ালদা, বেলেঘাটা, বেলগাছিয়া, শ্যামবাজার, ,গড়িয়াহাট, টালিগঞ্জ, মানিকতলা, সহ প্রতিটি ট্রাফিক গার্ডের সামনে এই বিক্ষোভ- অবস্থান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ