কলকাতা 

Kunal Ghosh: তল্লাশি অভিযানে ইডির উদ্ধার করা ২০ কোটির সঙ্গে তৃণমূল দলের কোনো সম্পর্ক নেই, যাঁরা যুক্ত, তাঁরা বলবেন: কুণাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার করেছে ইডি বলে দাবি করা হয়েছে। শুক্রবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে টুইট করে এ খবর জানানো হয়। এই খবর সামনে আসার পরে পরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা টুইট করে জানিয়েছেন ইডির তল্লাশি অভিযানে যে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে বলা হচ্ছে তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।

কুণাল টুইটে লিখেছেন, ‘ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম আসছে, এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল তা নজর রাখছে। যথা সময়ে বক্তব্য জানাবে।’ কুণাল এ-ও বলেন, ‘‘তৃণমূল কোনও রকম অন্যায়কে প্রশ্রয় দেবে না।’’

Advertisement

শুক্রবার রাত ৮টা ১০ নাগাদ ইডির টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ এর সঙ্গে প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি পোস্ট করা হয়েছে ইডির টুইটার হ্যান্ডেল থেকে।

ইডি সূত্রে দাবি, টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের আবাসনে তল্লাশি চালানো হয়েছিল। সেখান থেকে উদ্ধার হয়েছে অন্তত ২০ কোটি নগদ টাকা। অর্পিতার বাড়িতে তিনটি নোট গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। ব্যাঙ্ক আধিকারিকদের ডেকে ওই মেশিন ব্যবহার করে উদ্ধার হওয়া অর্থ গোনা হচ্ছে বলে দাবি তদন্তকারীদের।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ