দেশ 

Kashmiri Pandit: হাজীদেরকে শ্রীনগর বিমানবন্দরে বরণ করে নিলেন কাশ্মীরি পন্ডিতরা, সন্ত্রাস বিধ্বস্ত উপত্যকায় এক অনন্য সম্প্রীতির ছবি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উদার ও সম্প্রীতির নজির ধরা পরল এবার শ্রীনগর বিমানবন্দরের। সম্প্রতি শেষ হয়েছে পবিত্র হজ্জ। মক্কা ও মদিনা থেকে ফিরে আসছেন হাজিরা। সেরকমই একদল হাজী আজ শ্রীনগর বিমানবন্দরে এসে নামেন। সেই সময় শ্রীনগর বিমানবন্দরের সামনে ফুল মালা এবং প্রদীপ জ্বালিয়ে এদেরকে বরণ করে নেন কাশ্মীরি পন্ডিতরা। আর সেই ছবি এবং ভিডিও ভাইরাল করেছেন উত্তরপ্রদেশের এক বিধায়ক।

ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন উত্তরপ্রদেশের বিধায়ক আব্বাস বিন মুখতার আনসারি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাশ্মীরি পণ্ডিতরা শ্রীনগর বিমানবন্দরের বাইরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হাতে আরতির থালা। মহম্মদের বন্দনায় ‘নাত’ গাইছেন। হজ ফেরত পুণ্যার্থীদের সঙ্গে হাত মেলাচ্ছেন। কারও কারও হাতে আবার তুলে দিচ্ছেন গোলাপ ফুল।

Advertisement

আব্বাস উত্তরপ্রদেশে অখিলেশের জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সদস্য। মৌ সদর কেন্দ্রের বিধায়ক। টুইটারে ভিডিয়ো পোস্ট করে হিন্দিতে তিনি লেখেন, ‘হজ সেরে শ্রীনগর বিমানবন্দর থেকে যখন বেরিয়ে আসছেন পুণ্যার্থীরা, তখন তাঁদের আরতি করে স্বাগত জানাচ্ছেন কাশ্মীরি পণ্ডিত ভাইবোনেরা। নাত গাইছেন। আশা করি, এই ভালবাসায় রাজনীতির কুনজর পড়বে না।’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ