কলকাতা 

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ : আগামীকাল সর্বভারতীয় NEET পরীক্ষা, শেষ মুহূর্তে তৈরি হয়ে নিতে মশগুল হবু-ডাক্তাররা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন: রাত পেরোলেই বহু আকাঙ্ক্ষিত ডাক্তারিতে সর্বভারতীয় ভর্তির পরীক্ষা ‘নিট’। প্রায় পৌনে উনিশ লাখ পরীক্ষার্থী এবার। সুযোগ পাবে মেরে কেটে সরকারি-বেসরকারি মিলিয়ে আশি থেকে নব্বই হাজার। তাই,শেষ মুহূর্তে চলছে নিজেকে প্রস্তুত করার আপ্রাণ প্রচেষ্টা। মশগুল নিজ নিজ বই খাতায়।

হিসেব কষছে, কেমন হবে পরীক্ষা হলের তিন ঘণ্টা কুড়ি মিনিটের রণনীতি। কোন প্রশ্ন আগে, আর কোন প্রশ্ন পরে। এন সি ই আর টি থেকেই হবে? নাকি তার বাইরে থেকে? এরকম হাজারো প্রশ্ন খেলছে ওদের মাথায়।

Advertisement

এবার নিটের প্রশ্নপত্রে আসছে সামান্য পরিকাঠামোগত পরিবর্তন। সর্বমোট প্রশ্ন সংখ্যা হবে ২০০, করতে হবে ১৮০টা। সঠিক না হলেই বিপদ, কেটে নেবে গোটা একটা নম্বর। দিন দিন কাট অফ যেভাবে বাড়ছে, সাড়ে পাঁচশোতেও ঠাঁই মিলছে না। অবশ্য এবার পরীক্ষার সময় বেড়েছে কুড়ি মিনিট। পরীক্ষা শুরু হবে দুপুর দুটোয়, শেষ হবে বিকেল পাঁচটা কুড়ি মিনিট।

পরীক্ষা প্রসঙ্গে জানাচ্ছিলেন কলকাতার নিট প্রশিক্ষণের নামী সংস্থা স্যান্ডফোর্ড অ্যাকাডেমির কর্ণধার সেখ জসিমউদ্দিন মন্ডল। তিনি বললেন, এ ধরনের হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে আসার নামই পরীক্ষা। খাঁটি সোনা এভাবেই তো পাওয়া যায়! দেশের জনগণের স্বাস্থ্য ব্যবস্থা সামলাতে যত উৎকৃষ্ট মানের পড়ুয়ারা আসবেন, ততই মঙ্গল। তিনি আরও জানালেন, পরীক্ষার পর স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীরা এমনকি তাদের অভিভাবকেরাও খুবই উৎকণ্ঠায় থাকেন। কেমন হলো প্রশ্নপত্র, খুব কড়া হয়েছে কিনা, কেমন আসতে পারে সন্তানের নম্বর, কাট অফ মার্কস ওতরাবে তো, কাট অফ মার্কস-ই বা কেমন হবে? এ সমস্ত বিষয় নিয়ে আগামীকাল রবিবার অনলাইনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন বায়োলজি-ফিজিক্স-কেমিস্ট্রি বিষয়ের তিন বিশেষজ্ঞ শিক্ষক। প্রশ্নপত্র এবারের কেমন হয়েছে, তা নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনার পাশাপাশি আগামী বছরের প্রশ্নপত্রের গতি প্রকৃতি, দিক-নির্দেশনা নিয়েও আলোচনা করবেন বিজ্ঞ মাস্টারমশাইয়েরা।

বাংলা ভাষায় হবে অনলাইনের এই অনুষ্ঠানটি। রাজ্যের বিশেষ করে বাংলা ভাষাভাষী ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের সকলকে গুরুত্বপূর্ণ এই সান্ধ্য আলাপচারিতায় স্বাগত জানিয়েছেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমি কর্তৃপক্ষ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ