দেশ 

দেশজুড়ে সাময়িক ভাবে স্তব্ধ হয়ে গেল টুইটার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: আজ বৃহস্পতিবার দেশজুড়ে সাময়িক ভাবে স্তব্ধ হয়ে গেল টুইটার (Twitter)। নাগরিকদের অভিযোগ, টুইট করতে পারছিলেন না তাঁরা। এতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন নেটিজেনরা। তবে সকল ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হননি বলেই খবর।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪ বেজে ৪৫ মিনিটের পর থেকে টুইটার ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীদের একাংশ। কারও টুইটার লগইন-ই হচ্ছিল না। কেউ আবার টুইটারে প্রবেশ করতে পারছিলেন ঠিকই, কিন্তু টুইট করতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই প্রথমে তাঁরা বুঝতে পারেননি যে সমস্যাটা কোথায়। অনেকেই ভেবেছিলেন ইন্টারনেটের সমস্যার কারণে এই ঘটনা। যদিও কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় যে, দেশের বিভিন্নপ্রান্তে বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি-সহ বহু শহরে টুইটারে সমস্যা হচ্ছে। সাময়িকভাবে স্তব্ধ হয়ে গিয়েছে টুইটার।

Advertisement

টুইটার স্তব্ধ হতেই ক্ষোভ প্রকাশ করেন ব্যবহারকারীরা। কেউ আবার মজাও করেছেন। অনেকে লিখছেন, “টুইটার কাজ করছে না সেটা টুইট করতে গিয়ে মনে পড়ল, টুইটার কাজ করছে না!” যদিও অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয়েছে। ৩০ মিনিটের মধ্যেই স্বাভাবিক হয়েছে টুইটার।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ