দেশ 

Nupur Sharma: ‘দুর্ভাগ্যজনক’ ও ‘ নজিরবিহীন’ ! নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে সুপ্রিম-মন্তব্যের প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলাদের একাংশের খোলা চিঠি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নূপুর শর্মাকে দেশের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য নূপুরই দায়ী বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। এ নিয়ে ইতি মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছে। এবার এই ইস্যুতে সমালোচনায় সরব হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলারা। নূপুর সম্পর্কে উচ্চ আদালতের দুই বিচারপতির এ হেন মন্তব্যের সমালোচনা করে খোলা চিঠি লিখলেন ১৫ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ৭৭ জন প্রাক্তন আমলা ও সশস্ত্র বাহিনীর ২৫ জন অবসরপ্রাপ্ত আধিকারিক।

নূপুর সম্পর্কে উচ্চ আদালতের দুই বিচারপতি যে মন্তব্য করেছেন, তা ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম করেছে এবং অবিলম্বে সংশোধন করা হোক। খোলা চিঠিতে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, ‘বিচারব্যবস্থার ইতিহাস খুঁজলে দেখা যাবে, অতীতেও বহু দুর্ভাগ্যজনক মন্তব্য করা হয়েছে। বৃহত্তম গণতন্ত্রের বিচারব্যবস্থায় এগুলো না মোছা দাগ। গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সুরক্ষার ক্ষেত্রে গুরুতর পরিণতি হয়েছে, তাই অবিলম্বে সংশোধন করা হোক।’

Advertisement

নূপুর সম্পর্কে দুই বিচারপতির মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ ও ‘নজিরবিহীন’। তাঁদের মন্তব্য ‘বিচারবিভাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ বলে উল্লেখ করা হয়েছে খোলা চিঠিতে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ