জেলা 

Bhangar Movement: চুক্তি কার্যকর হয়নি এই অজুহাত তুলে ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা দিয়ে আন্দোলন শুরু জমি রক্ষা কমিটির, এলাকায় অশান্তির সৃষ্টির চেষ্টা চলছে দাবী তৃণমূলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  আন্দোলনের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আজ মঙ্গলবার সকালে ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা দিয়ে দেন আন্দোলনকারীরা। সরকারি চুক্তি অনুযায়ী সমস্ত দাবি পূরণ করা হয়নি বলে অভিযোগ তুলেছে জমি রক্ষা কমিটি।

তাদের মূল দাবি ভাঙড়ের জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে সরকার যে চুক্তি করেছিল, তা মানা হয়নি। দাবি আদায়ে অবস্থান বিক্ষোভের পথে আন্দোলনকারীরা। দাবিপূরণ না হওয়া অবধি আন্দোলন চলবে বলে জানিয়েছেন ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান।

Advertisement

তাঁর অভিযোগ, ‘‘হিমঘর এবং হাসপাতাল করে দেওয়ার দাবি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু বছর ঘুরে গেলেও এখনও হাসপাতাল চালু হয়নি। হিমঘরও কার্যত অথৈ জলে। এই অবস্থায় আমাদের দাবি না মানলে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভ চলবে।’’

পাওয়ার গ্রিড নিয়ে এক সময় আন্দোলনের ভরকেন্দ্র হয়ে উঠেছিল ভাঙড়। মঙ্গলবার সেই চেনা ছবি দেখা যায় খামারআইট, পদ্মপুকুর এলাকায়। এ নিয়ে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের মত, ‘‘অহেতুক আন্দোলন করছে জমি কমিটির লোকজন। তাঁদের সব দাবিই মেনে নেওয়া হয়েছিল। মানুষ ক্ষতিপূরণ পেয়ে গিয়েছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এই পরিস্থিতিতে এলাকা অশান্ত করার চেষ্টা চলছে।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ