বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গল্পে গানে, কবিতায় জমজমাট সাহিত্য মজলিস ও গুণীজন সংবর্ধনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গল্পে গানে, কবিতায়  জমে উঠলো বই প্রকাশ ও সাহিত্য মজলিশ, কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাষ্ট সভা ঘরে। “কবিতার দেশ”এর উদ্যোগ ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত সেখ নূরুল হুদা রচিত ও সম্পাদিত “শত কবিতায় তুমি আছো হৃদয়ে, নির্বাচিত বাংলা কবিতা, ও স্ব নির্বাচিত কবিতা, তিনটি পুস্তক প্রকাশিত হয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.শহীদুল্লা, কবি ও সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ রায়ের হাত দিয়ে, এছাড়াও সুলেখা সাহিত্য পত্রিকা প্রদ্ত্ত সাহিত্য – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পুরস্কার – যথ- কৃষ্ণা বসু, সিদ্ধার্থ সিংহ রায়, ইমদাদুল হক নূর, শিক্ষাব্রতে শহিদুল্লা পুরস্কার প্রদান ড. সুরঞ্জন মিদ্দে, ড. ইমদাদ হোসেন, ড. রঞ্জিত দাস, সেখ হায়দার আলি, ও সমাজ সেবায় হাজী মহাম্মদ মহশীন পুরস্কার দেওয়া হয় রাধেশ্যাম ঘোষ, সেখ সফিকুল আলম, ও আলমগীর রহমানকে।

এছাড়াও উপস্থিত কবি ও সাহিত্যিকদের বিদ্রোহী কবিতার শতবর্ষে সম্মাননা দেওয়া হয় দেবীকা বন্দোপ্যাধায়,রেশমিনা পরভীন,জাহানারা বেগম, সেখ রহুল আমিন,তুলিকা পাল, সাহিনাপারভীন, নাসরীন সুলতানা প্রমুখ, সভা সঞ্চালনায় ড. রঞ্জিত দাস, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্যামলী বালা (বিশ্বাস)

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ