জেলা 

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ভোর সন্ধ্যায় চলল গুলি, মৃত প্রাক্তন বিজেপি নেতা ও জমি ব্যবসায়ী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাক্তন বিজেপি নেতা এবং জমি ব্যবসায়ী বলে পরিচিত এক ব্যবসায়ীকে আজ সোমবার ভোর সন্ধ্যায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়

মৃতের নাম মন্মথ মণ্ডল (৫৫)। দত্তপুকুর এলাকার কাশেমপুরের নতুন পাড়ার বাসিন্দা তিনি। জমির ব্যবসা করতেন তিনি। একসময় রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি এলাকাবাসীর।

Advertisement

এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ খেঁজুরতলা এলাকায় গুলি চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ফোনে কথা বলতে বলতে খেজুরতলার দিকে যান মন্মথবাবু। এরপরই গুলি চালানো শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি সকলে ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মন্মথবাবু। তাঁর মাথায় এবং কানের নিচে গুলি লাগে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জমি সংক্রান্ত ব্যবসার বিবাদের থেকেই এই খুন বলে অনুমান করছেন স্থানীয়রা। এ বিষয়ে মৃতের আত্মীয় বাপি দত্ত বলেন, “জমির দালালি করতেন মন্মথ। ওঁকে দুটি গুলি করে দুষ্কৃতীরা। জমির দালালি নিয়ে দ্বন্দ্বের কারণে খুন বলে অনুমান।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে দত্তপুকুর এলাকায়।

বিগত কয়েক মাস ধরে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে শুট আউটের বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এর ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। সাধারণ মানুষের  জীবনের মূল্য ক্রমশ কমে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনায় যা ঘটেছে তা নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে একইসঙ্গে আতঙ্ক দেখা দিয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ