জেলা 

Mamata Banerjee: রেনুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেনুর হাত কাটার সঙ্গে যুক্ত অপরাধীরা যেন কঠোর শাস্তি পায়, পুলিশ সুপারকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়ার কারণে স্বামী হাত কেটে নিয়েছিল। তা নিয়ে এখন স্বামী জেলে রয়েছে দীর্ঘ কয়েক দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে রেনু খাতুন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেনুর চাকরি হয়েছে বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য  আধিকারিকের দপ্তরে। আজ সোমবার মুখ্যমন্ত্রীর মুখোমুখি হলেন রেনু খাতুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের যোগ দেওয়ার জন্য পূর্ব বর্ধমান সফরে গিয়েছিলেন আজ সোমবার। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি রেনুর।

সোমবার বর্ধমানের গোদার হেল্থ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন রেণু। সভা শুরুর আগে মমতার সঙ্গে দেখা করেন তিনি। রেণু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে তিনি ‘আশীর্বাদ’ চাইতে গিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘‘অনেক বড় হও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।’’

Advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু ক্ষণের আলাপে মুগ্ধ রেণু। তিনি জানান, তাঁর পরবর্তী চিকিৎসার ভার রাজ্য সরকার গ্রহণ করেছে। কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িতরা যাতে কোনও ভাবেই না ছাড়া পায় সেই দিকটিও পুলিশ সুপারকে দেখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ