কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Tarun Majumdar: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক, দেখতে এসএসকেএমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। যকৃৎজনিত সমস্যা নিয়ে গত কয়েক দিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৯২ বছর বয়সি এই পরিচালক। অসুস্থ পরিচালককে বৃহস্পতিবার দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার রাজনৈতিক ক্ষেত্রে বরাবরই মমতা-বিরোধী মুখ হিসেবে দেখা গিয়েছে তরুণ মজুমদারকে। সেই বিভাজন দূরে সরিয়ে যেভাবে বর্ষীয়ান পরিচালককে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী, তাতে তিনি আবারও সৌজন্যের নজির রাখলেন বলেই মত রাজনৈতিক মহলের। জানা গিয়েছে, পরিচালককে দেখতে হাসপাতালে যান রাজনীতিবিদ কান্তি গঙ্গোপাধ্যায়, বিমান বসুরাও।

Advertisement

পরিচালকের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। দলে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, নেফ্রোলজিস্ট অর্পিতা চৌধুরী, সিসিইউ বিশেষজ্ঞ অসীম কুণ্ড।

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক তিনি। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’ তার মধ্যে উল্লেখযোগ্য। শুধু ছবিই নয়, উপহার দিয়েছেন একের পর এক জুটি। ‘১৯৬২’-তে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান পরিচালক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ