কলকাতা 

Tet scam: ২৩ লক্ষ প্রার্থীর মধ্যে ২৭৩ জনকে বাড়তি নম্বর কেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই প্রশ্ন শোনা গেল ডিভিশন বেঞ্চে বিচারপতিদের মুখে, প্রাথমিকে নিয়োগ নিয়ে প্রশ্ন আদালতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত সিবিআই কে দিয়ে করানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ। আজ দ্বিতীয় দিন সেই মামলার শুনানিতে কার্যত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকেই সরাসরি রিলে করলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। কেন মাত্র ২৭৩ জনকে এক নম্বর করে বাড়ানো হয়েছিল এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা।টেটের চাকরিপ্রার্থীদের একটি বিশেষ অংশকে বাড়তি নম্বর দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ বৃহস্পতিবার একই প্রশ্ন করেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা তার জবাবে পর্ষদের আইনজীবীরা যা যা যুক্তি দিয়েছিলেন তার প্রত্যেকটিই খণ্ডন করলেন বিচারপতিরা। শেষে প্রশ্নের জবাব না দিতে পেরে হয়ে থামতে হল পর্ষদকে।

বৃহস্পতিবার টেটে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আদালত পর্ষদের কাছে জানতে চায়, প্রশ্ন ভুল থাকার জন্য যখন পরীক্ষার্থীদের বাড়তি ১ নম্বর দেওয়ার সিদ্ধান্ত হল, তখন তা সমস্ত পরীক্ষার্থীকে দেওয়া হয়নি কেন? আদালতের কাছে অভিযোগ ছিল, ২৩ লক্ষ প্রার্থীর মধ্যে শুধুমাত্র ২৭৩ জনকে ওই বাড়তি নম্বর দেওয়া হয়েছিল। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, পর্ষদ কীসের ভিত্তিতে ওই ২৭৩ জনকে বেছে নিয়েছিল? বিচারপতিরা সরাসরিই জানতে চান, ‘‘প্রশ্ন যদি ভুল থেকে থাকে তবে কৃতকার্য এবং অকৃতকার্য— সব প্রার্থীদেরই এক নম্বর করে বাড়ানো উচিত ছিল না কি? কেন এই বৈষম্য করা হয়েছে?’’

Advertisement

এ ব্যাপারে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই রায় দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই মামলাই ডিভিশন বেঞ্চে ওঠে। বিচারপতিদের প্রশ্নের জবাবে প্রথমে আইনজীবীরা বলেছিলেন, আইন মেনে শুধুমাত্র প্রশিক্ষিত প্রার্থীদেরই বাড়তি নম্বর দেওয়া হয়েছে। কিন্তু আদালত পাল্টা আইনজীবীদের কাছে জানতে চান, কোথাও কি বলা হয়েছিল যাঁরা ওই প্রশ্নের উত্তর দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন তাঁদেরই নম্বর দেওয়া হবে? এর জন্য আগে থেকে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কি? পর্ষদের আইনজীবীরা অবশ্য তার কোনও উত্তর দিতে পারেননি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ