দেশ 

Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্প খতিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অগ্নিপথ যোজনা নিয়ে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। ইতিমধ্যেই দেশের ১৩টি রাজ্যে এই প্রকল্পের বিরোধিতায় রেল, সড়ক অবরোধ, ভাঙচুর এবং আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। অগ্নিপথ প্রকল্প বাতিল করার দাবিতে সরব হয়েছেন দেশের তরুণ প্রজন্ম। শেষ পর্যন্ত শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করলেন দিল্লির এক আইনজীবী। তিনি আবেদনে বলেছেন দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে তাতে জাতীয় সম্পত্তি যে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা খতিয়ে দেখার জন্য সিট গঠন করে তদন্ত করতে হবে একইসঙ্গে অগ্নিপথ প্রকল্প বিষয়টি নিয়েও সুপ্রিমকোর্ট সরাসরি হস্তক্ষেপ করুক। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

দেশ জুড়ে অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের আঁচ ছড়াতে শুরু করায় কেন্দ্র এই প্রকল্পে অগ্নিবীরদের বয়ঃসীমাতেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু তাতেও বিক্ষোভের আঁচ না কমায় শনিবার এই প্রকল্পের নিয়ম আরও শিথিল করল কেন্দ্র।

অগ্নিবীরদের জন্য আরও ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছে মন্ত্রক। পাশাপাশি বয়সের ঊর্ধ্বসীমাও আরও পাঁচ বছর বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করেছে কেন্দ্র।

প্রথমে ২১ বছর, পরে আন্দোলনের প্রেক্ষিতে ২৩, এ বার নিয়োগের ঊর্ধ্বসীমাও বাড়িয়েছে কেন্দ্র। তবে এটা শুধু প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য। তা ছাড়াও, অগ্নিবীররা অবসরের পর কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন বলে জানিয়েছে কেন্দ্র।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ